শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

জেনিনে ইসরায়েলি হামলায় নারীসহ ৯ ফিলিস্তিনি নিহত

প্রতিদিন ডেস্ক

জেনিনে ইসরায়েলি হামলায় নারীসহ ৯ ফিলিস্তিনি নিহত

অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি বাহিনীর হামলায় বয়স্ক এক নারীসহ ৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন।  ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী সতর্ক করে বলেছেন, জেনিনে পরিস্থিতি গুরুতর। আরও অনেক মানুষ আহত হয়েছেন এবং অ্যাম্বুলেন্স তাদের কাছে পৌঁছতে পারছে না। সূত্র : বিবিসি, আল জাজিরা। খবরে বলা হয়, ইসরায়েলি সেনাদের গুলিতে অধিকৃত পশ্চিমতীরের জেনিন শরণার্থী শিবিরে অন্তত আরও ৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জনের  বেশি। গতকাল ভোরে ইসরায়েলের শুরু করা অভিযানে হতাহতের এ ঘটনা ঘটে। নিহত নয়জনের মধ্যে শেষ খবর পাওয়া পর্যন্ত মাত্র একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। ২৪ বছর বয়সী ওই ফিলিস্তিনির নাম সায়েব ইসাম ঝরেকি। তা ছাড়া নিহতদের একজন বৃদ্ধ নারী বলে জানা গেছে।

 আহতদের  জেনিনের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। কিন্তু হাসপাতালে নেওয়ার পথে ইসরায়েলি সেনারা অ্যাম্বুলেন্সকে বাধা দিচ্ছে। ডাক্তারদের ঘটনাস্থলে যেতে দিচ্ছে না। জেনিন সরকারি হাসপাতালের প্রধান ওয়াসিম ব্যাকের বলেন, ‘এ রকম হামলা আগে কখনো দেখা যায়নি। আগের কোনো অভিযান থেকে এত মানুষ আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়নি। ইসরায়েলি সেনারা আহতদের বহনকারী অ্যাম্বুলেন্সে সরাসরি গুলি করছে। হাসপাতালের শিশু ওয়ার্ডে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছে। এতে সবার শ্বাসকষ্ট হচ্ছে।’ ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী মে আল কায়লা জানান, গুলিবিদ্ধ গুরুতর আহতদের জীবন বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। ইসরায়েলি সেনারা কাঁদানে গ্যাস ও গুলি ছুড়েছে। এতে নারী, শিশুসহ বৃদ্ধারাও আহত হন। ফিলিস্তিনি গেরিলা দল হামাস এবং ইসলামিক জিহাদ বলেছে, শহরটিতে তারা ইসরায়েলি সেনাদের সঙ্গে লড়ছে। সেখানে বার বার অভিযান চালিয়েছে ইসরায়েল। প্রাপ্ত খবর অনুযায়ী, পশ্চিম তীরে ইসরায়েলের হামলা চলতে থাকায় সম্প্রতি সেখানে উত্তেজনা বেড়েছে। এ মাসে পশ্চিম তীরে এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয়েছেন অন্তত ২৯ ফিলিস্তিনি। এর মধ্যে ফিলিস্তিনি গেরিলা এবং সাধারণ মানুষও আছেন। গত বছর নিহত হয়েছিলেন ১৫০ জনেরও বেশি ফিলিস্তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর