শিরোনাম
বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা জাতিসংঘ মহাসচিবের

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা জাতিসংঘ মহাসচিবের

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের সাধারণ অধিবেশনে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ গোটা বিশ্বকে সংঘাতে লিপ্ত করতে পারে। অর্থাৎ মহাসচিব তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা প্রকাশ করেন। সোমবার নিউইয়র্কে বিশ্ব পরিস্থিতির আলোকে চলতি বছরের রোডম্যাপ প্রসঙ্গে এই আশঙ্কা প্রকাশ করে জাতিসংঘের মহাসচিব সবার প্রতি উদাত্ত আহ্বান জানান, ‘শান্তি, অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা এবং উন্নয়ন ত্বরান্বিত, জলবায়ু পরিবর্তন রোধে পদক্ষেপ, পারস্পরিক শ্রদ্ধাবোধ সুসংহত করার দায়িত্ব পালনে কালক্ষেপণের অবকাশ নেই। আর এটি করতে হবে বর্তমানের জন্য এবং প্রজন্ম থেকে প্রজন্মান্তরের স্বার্থে। বক্তব্যকালে মহাসচিব আরও বলেন, বিশ্বমানবতা আজ বিপর্যয়ের মুখে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন, জলবায়ু পরিবর্তনের ভয়ংকর প্রভাব, ক্রমাগতভাবে পারমাণবিক হুমকি বৈশ্বিক সামাজিক রীতিগুলোকে অবজ্ঞার মুখে ঠেলে দিয়েছে। পরিস্থিতি খুবই জটিল হয়ে পড়েছে। তাই বৈশ্বিক স্থিতিশীলতার স্বার্থে এই হুমকিগুলো নিয়ে আলোচনা-পর্যালোচনা করা জরুরি। গুতেরেস বলেন, রাশিয়ার আগ্রাসনে ইউক্রেনের জনগণের দুর্ভোগ চরমে পৌঁছেছে, যা বৈশ্বিক সংকট বাড়িয়েছে। শান্তির প্রত্যাশাকে ধূলিসাতের পথে নিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতি আরও রক্তপাতের আশঙ্কা প্রবল করছে। গুতেরেস বলেন, আমি ভয় করছি, বিশ্ব সহসা একটি বৃহত্তর যুদ্ধে লিপ্ত হতে পারে। আর এমনটি ঘটতে যাচ্ছে কারও কারও কাণ্ডজ্ঞানহীন আচরণে।

জাতিসংঘ সনদ এবং মানবাধিকারের সর্বজনীন ঘোষণাকে ভিত্তি করে এ বছরই সদস্য রাষ্ট্রগুলোকে যথাযথ ভূমিকায় অবতীর্ণ হওয়ার তাগিদ দিয়েছেন মহাসচিব। ‘যেহেতু আমরা চলতি বছরের জন্য অগ্রাধিকার তালিকা তৈরির কথা ভাবছি, সে জন্য আমাদের চূড়ান্ত অগ্রাধিকার অর্জনের জন্য একটি নিরাপদ, আরও শান্তিপূর্ণ, আরও টেকসই বিশ্ব প্রতিষ্ঠায় মনোনিবেশ করতে হবে’ উল্লেখ করেন গুতেরেস।

সর্বশেষ খবর