শিরোনাম
সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ছয় দিনে ৩০ হাজার লাশ

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে ধ্বংসস্তূপে এখনো চাপা অন্তত ২০ হাজার, আড়াই কোটির বেশি মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত

প্রতিদিন ডেস্ক

ছয় দিনে ৩০ হাজার লাশ

উদ্ধারের পর হাস্যোজ্জ্বল তরুণী -এএফপি

স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় প্রাণহানির সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। উদ্ধারকর্মীরা ছয় দিনে ৩০ হাজারের বেশি লাশ উদ্ধার করেছেন। এদিকে জাতিসংঘের ত্রাণ এবং পুনর্বাসন বিভাগের প্রধান মার্টিন গ্রিফিথস সরেজমিনে অনুসন্ধান চালিয়ে জানিয়েছেন, এখনো ধ্বংসস্তূপের মধ্যে অন্তত ২০ হাজার মানুষ চাপা পড়ে আছেন। সবমিলিয়ে লাশের সংখ্যা       ৫০ হাজার ছাড়াতে পারে। এ ছাড়া বিশ্বস্বাস্থ্য সংস্থা (হু)-এর হিসাব বলছে, দুই দেশ মিলিয়ে আড়াই কোটিরও বেশি মানুষ ভূমিকম্পে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন। সূত্র : রয়টার্স, বিবিসি, আলজাজিরা, এএফপি। উদ্ধারকারী সূত্রগুলো জানিয়েছে, সময় যত যাচ্ছে কারও জীবিত থাকার সম্ভাবনা তত কমে আসছে। কনকনে ঠান্ডা আর তুষারপাতের কারণে তুরস্ক ও সিরিয়ায় উদ্ধার তৎপরতায় বেগ পেতে হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ধ্বংসস্তূপে আটকেপড়া মানুষেরা অনেক সময় এক সপ্তাহ বা বেশি সময় বেঁচে থাকতে পারেন। কিন্তু জীবিত উদ্ধারের সম্ভাবনা দ্রুত কমছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে জীবনের স্পন্দন পেতে থার্মাল ক্যামেরা ব্যবহার শুরু করেছেন, যা কেউ জীবিত থাকলে তাদের দুর্বল অবস্থার ইঙ্গিত দিচ্ছে।

সিরিয়ার বেসরকারি স্বেচ্ছাসেবী উদ্ধারকারী দল হোয়াইট হেলমটেস গত শনিবার জানায়, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় বিদ্রোহী অধ্যুষিত এলাকায় মারা গেছেন ২ হাজার ১৬৭ জন। প্রাণহানি আরও বাড়তে পারে। বিদ্রোহী অধ্যুষিত এলাকায় ত্রাণ সহায়তা এবং উদ্ধার কার্যক্রমে অংশ নিতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবীদের।

জাতিসংঘের ত্রাণ এবং পুনর্বাসন বিভাগের প্রধান মার্টিন গ্রিফিথস জানিয়েছেন, তল্লাশি শেষে মৃতের সংখ্যা বেড়ে যেতে পারে দ্বিগুণ। এখনো ধ্বংসস্তূপের তলায় যত দেহ চাপা পড়ে আছে, তা উদ্ধার করা গেলে মৃত্যুর সংখ্যা চলে যেতে পারে অর্ধ লাখের ওপরে। খবরে আরও বলা হয়েছে, শুধু সিরিয়াতেই ৫৩ লাখেরও বেশি মানুষ এই মুহূর্তে গৃহহীন অবস্থায় খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য হচ্ছেন। তুরস্কের কথা ধরলে সেই সংখ্যাটা আরও বৃদ্ধি পাবে।

বিশ্বস্বাস্থ্য সংস্থা (হু)-এর হিসাব বলছে, দুই দেশ মিলিয়ে আড়াই কোটিরও বেশি মানুষ ভূমিকম্পে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাঁদের ত্রাণ এবং পুনর্বাসনের জন্য এই মুহূর্তে প্রয়োজন অন্তত সাড়ে ৪ কোটি ডলারের। তুরস্কের বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৩২ হাজারেরও বেশি কর্মী ২৪ ঘণ্টা কাজ করছেন। আরও অন্তত ১০ হাজার উদ্ধারকর্মী তাঁদের সহায়তা করছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর