বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে মানুষ ভালো নেই

নিজস্ব প্রতিবেদক

নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে মানুষ ভালো নেই

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে দেশের মানুষ ভালো নেই। গতকাল এক বিবৃতিতে তিনি আরও বলেন, মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণি অসহায় হয়ে পড়েছে। বারবার বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধি করে সরকার জনগণকে শোষণ করছে। জনগণের প্রতি সরকারের কোনোরকম দায়বদ্ধতা আছে বলে মনে হয় না। সব মিলে দেশের মানুষ ভালো নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ আজ দিশাহারা। সাধারণ মানুষ মাংস বলতে যে ব্রয়লার মুরগির ওপর নির্ভরশীল ছিল, তা-ও আজ ২২০ টাকা। যা কিছু কিনতে যাবেন তারই অগ্নিমূল্য।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর