মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা
শিক্ষার্থী নির্যাতন

অন্তরাকে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন ছাত্রীকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত অন্তরা ও তার সহযোগীকে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি। অপরদিকে এ ঘটনায় হাই কোর্টের নির্দেশে তিন সদস্যের আরেক তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক (ডিসি)। এ ছাড়া গতকাল অভিযুক্তদের শাস্তির দাবিতে ক্যাম্পাসে মুখে কালো কাপড় বেঁধে মৌন প্রতিবাদ করেছে বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন সংসদ। তদন্ত কমিটির ডাকে গতকাল ক্যাম্পাসে আসে নবীন ছাত্রীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও তার সহযোগী তাবাসসুম। সকাল সাড়ে ৯টায় অভিযুক্তদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রেবা মণ্ডলের কক্ষে নেওয়া হয়। চার ঘণ্টার জিজ্ঞাসাবাদ শেষে দুপুর দেড়টায় বের হন তারা। ড. রেবা মণ্ডল গণমাধ্যমকে বলেন, ‘আমরা দ্বিতীয় দিনের মতো অভিযুক্তদের সাক্ষাৎকার নিয়েছি। তদন্ত অনেকটা এগিয়েছে। এখনই কিছু বলতে পারছি না। আমরা নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিব।’ অভিযুক্ত অন্তরা বলেন, ‘আমার কাছে ঘটনার বিষয়ে জানতে চাওয়া হয়েছে। আমার বক্তব্য লিখিত আকারে উপস্থাপন করেছি।’ আরেক অভিযুক্ত ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তাবাসসুম বলেন, ‘আমি সবকিছু তদন্ত কমিটিকে বলেছি। আমি আর কিছু বলতে চাই না।’ জেলা প্রশাসকের তদন্ত কমিটির ব্যাপারে প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) শাহেদ আরমান জানান, ‘রবিবার বিকালে হাই কোর্টের নির্দেশ জেলা প্রশাসক স্যারের কাছে পৌঁছে। ওইদিন রাতেই তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন তিনি।’ তথ্য মতে, তদন্ত কমিটির সদস্যরা হলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আ. ন. ম. আবুজর গিফারী, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক শাহাবুব আলম। গতকাল সকাল থেকে তদন্ত কমিটির সদস্যরা কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আ. ন. ম. আবুজর গিফারী। তদন্ত কমিটির সদস্য বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শাহাবুব আলম বলেন, হাই কোর্টের নির্দেশ অনুযায়ী আমরা কাজ করছি।’ গত বৃহস্পতিবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সাইদুল ইসলামকে। তদন্ত কমিটি গঠনের সাত দিনের মধ্যে প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়। ওই আদেশে নির্যাতনের শিকার শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়। প্রসঙ্গত, গত রবিবার রাতে দেশরত্ন শেখ হাসিনা হলের গণরুমে ডেকে রাত ১১টা থেকে শেষ রাত ৩টা পর্যন্ত নবীন এক ছাত্রীকে বিবস্ত্র করে মারধর করার অভিযোগ ওঠে শাখা ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও তার সহযোগীদের বিরুদ্ধে। নির্যাতনের পরের দিন ভয়ে ক্যাম্পাস থেকে পালিয়ে যান ভুক্তভোগী ছাত্রী।

সর্বশেষ খবর