রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্কের পরিধি বাড়ছে

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্কের পরিধি বাড়ছে

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আবদুল মোমেন শুক্রবার নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উত্তম এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের ব্যবসা-বাণিজ্যসহ অন্যান্য সম্পর্কের পরিধি ক্রমেই বাড়ছে। একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি বিনিয়োগ করছে বাংলাদেশে। আমরাও যুক্তরাষ্ট্রে ৯ বিলিয়ন ডলারের পণ্য বিক্রি করছি। ‘বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক এ মতবিনিময় সভায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা, রেমিট্যান্স হাউসের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া ব্যক্তিত্ব, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী ও বাংলাদেশ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা সভায় অংশগ্রহণ করেন। সভায় ড. মোমেন উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক নষ্ট করতে কিছু কিছু মিডিয়া উদ্ভট সংবাদ প্রকাশ করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এ ব্যাপারে প্রবাসীদের সজাগ থাকতে হবে। বাংলাদেশের এগিয়ে চলার প্রকৃত চিত্র তাদেরকে জানাতে হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রবাসীদের অবিরাম প্রচেষ্টা ও সাফল্যের বিষয় তুলে ধরেন এবং রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সর্বশেষ খবর