রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

রাজনীতি থেকে অবসরের আভাস

প্রতিদিন ডেস্ক

রাজনীতি থেকে অবসরের আভাস

রাজনীতি থেকে অবসর গ্রহণের আভাস দিয়েছেন ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। দলের ৮৫তম পূর্ণাঙ্গ অধিবেশনের দ্বিতীয় দিন গতকাল দেওয়া ভাষণে তিনি এ আভাস দিয়েছেন এবং বলেছেন, ‘আমার কাছে সবচেয়ে তৃপ্তিদায়ক ভারত জোড়ো যাত্রার সঙ্গে আমার যাত্রাও শেষ হতে পারে।’ সূত্র : এনডিটিভি। ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে কংগ্রেসের এই অধিবেশন হচ্ছে। অধিবেশনে সোনিয়া গান্ধী প্রায় পাঁচ মাসের ‘ভারত জোড়ো যাত্রা’ কর্মসূচি দলের কাছে একটা মাইলফলক বর্ণনা করে বলেন, ‘এই যাত্রা এক সন্ধিক্ষণ। এই যাত্রা বুঝিয়ে দিয়েছে দেশের বেশির ভাগ মানুষ শান্তিতে থাকতে চায়। তারা সহনশীল ও সাম্যে বিশ্বাসী। এই যাত্রার সঙ্গে সঙ্গে শেষ হতে পারে আমার যাত্রাও।’ তিনি বলেন, দেশবাসীর সঙ্গে দলের নিরন্তর সম্পর্ক এই যাত্রা নতুনভাবে দৃঢ় করেছে। এ যাত্রা দেখিয়েছে, কংগ্রেস সব সময় দেশের মানুষের জন্য তাদের পাশে রয়েছে। তাদের জন্য লড়াইয়ে প্রস্তুত।’ সোনিয়া বলেন, ‘রাজনীতিতে প্রবেশের সময়টাও ছিল খুব চ্যালেঞ্জের। সেটা ছিল কঠিন সময়। আজকের মতোই। এর মোকাবিলায় আমাদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে। দেশ ও দলের প্রতি সেই বিশেষ দায়িত্ব আমাদের পালন করতে হবে।’ তিনি বলেন, ‘কংগ্রেস শুধু এক রাজনৈতিক দল নয়। আমাদের আঁকড়েই দেশের মানুষ স্বাধীনতা, সাম্য, সৌভ্রাতৃত্ব ও ন্যায় বিচারের লড়াইয়ে অবতীর্ণ। লড়াই খুবই কঠিন। কিন্তু আমার অভিজ্ঞতা বলছে, এই লড়াইয়ে আমাদের জয় হবেই।’ ‘ভারত জোড়ো যাত্রা’ কর্মসূচি সফল করার জন্য সংগঠকদের অভিনন্দন জানিয়ে সোনিয়া তাঁর ছেলে রাহুলের প্রশংসা করে বলেন, রাহুলের একাগ্রতা ও নেতৃত্ব এই যাত্রার সাফল্যের অন্যতম প্রধান কারণ। প্রসঙ্গত, রাজনীতি থেকে সোনিয়ার অবসর গ্রহণের আভাসের মধ্য দিয়ে প্রশ্ন উঠে আসছে- আগামী লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের রায়বেরিলিকেন্দ্র থেকে ৭৬ বছর বয়সী এই নেত্রী আরও একবার দাঁড়াবেন, নাকি কেন্দ্রটি ছেড়ে দেবেন কন্যা প্রিয়াঙ্কার জন্য।

সর্বশেষ খবর