মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

পাঁচ দিনের সফরে রাষ্ট্রপতি মিঠামইনে

কিশোরগঞ্জ প্রতিনিধি

পাঁচ দিনের সফরে রাষ্ট্রপতি মিঠামইনে

প্রধানমন্ত্রীর সফরের এক দিন আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পাঁচ দিনের সফরে কিশোরগঞ্জের মিঠামইনে এসেছেন। ৩ মার্চ পর্যন্ত তিনি কিশোরগঞ্জে থাকবেন। রাষ্ট্রপতির সফরের তালিকায় রয়েছে মিঠামইন, করিমগঞ্জ ও কিশোরগঞ্জ সদর উপজেলা। রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মো. নবীরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গতকাল বিকাল সাড়ে ৩টার দিকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে মিঠামইনে পৌঁছান রাষ্ট্রপতি। এরপর বেলা পৌনে ৪টার দিকে কামালপুর গ্রামের নিজ বাড়ির সামনে গার্ড অব অনার গ্রহণ করেন তিনি। রাতে তিনি নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন। আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিঠামইনে আসার কথা রয়েছে। সকাল ১০টার দিকে তিনি মিঠামইনে বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হামিদ সেনানিবাস উদ্বোধন করবেন। দুপুরে রাষ্ট্রপতির বাড়িতে মধ্যাহ্নভোজ শেষে বিকালে মিঠামইন হেলিপ্যাড ময়দানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। জনসভা শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি। প্রধানমন্ত্রী চলে গেলেও থেকে যাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ১ মার্চ বিকালে করিমগঞ্জ উপজেলায় প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে যাবেন রাষ্ট্রপতি। সেখান থেকে বিকাল পৌনে ৫টার দিকে রওনা হবেন কিশোরগঞ্জের উদ্দেশ্যে। কিশোরগঞ্জ সার্কিট হাউসে বিকাল সাড়ে ৫টায় গার্ড অব অনার গ্রহণ শেষে শহরের খড়মপট্টি এলাকায় নিজ বাসায় যাবেন এবং নিজ বাসাতেই রাত্রিযাপন করবেন তিনি। ২ মার্চ বিকাল সোয়া ৩টায় কিশোরগঞ্জ আইনজীবী সমিতি কার্যালয়ে যাবেন তিনি। আইনজীবী সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় করে বিকাল সোয়া ৪টায় নবনির্মিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শন করবেন তিনি। ৩ মার্চ বিকাল সোয়া ৩টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ে যাবেন রাষ্ট্রপতি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। বিকাল সোয়া ৪টায় সার্কিট হাউস থেকে গার্ড অব অনার গ্রহণ শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন রাষ্ট্রপতি। উল্লেখ্য, এর আগে গত ১৫ থেকে ১৭ ফেব্রুয়ারি কিশোরগঞ্জের মিঠামইন, ইটনা ও অষ্টগ্রাম সফর করে গেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ১২ দিনের ব্যবধানে তিনি আবারও এলেন কিশোরগঞ্জে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর