বুধবার, ১ মার্চ, ২০২৩ ০০:০০ টা

নতুন সেনানিবাস উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় নবনির্মিত ‘বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এ সেনানিবাসের প্রধান ফলক উন্মোচনসহ নতুন সেনানিবাসের চারটি ইউনিট (পদাতিক, ইঞ্জিনিয়ার, এসএসডি ও সিএমএইচ) এবং এসএসডি জাজিরার পতাকা উত্তোলন প্যারেড পরিদর্শন করেন। এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলম, ঘাটাইল এরিয়া কমান্ডার ও জিওসি মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী, সাভার এরিয়া কমান্ডার ও জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক নবনির্মিত ইউনিটগুলোর পতাকা উত্তোলন করেন। আইএসপিআর

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, মিঠামইন এলাকার কৃতী সন্তান রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সুখে-দুঃখে সর্বদা সাধারণ মানুষের পাশে ছিলেন এবং দেশের কল্যাণে কাজ করেছেন। দেশের স্বাধীনতা সংগ্রামে সাহসী ভূমিকা, এ এলাকার মানুষের প্রতি তাঁর অকৃত্রিম ভালোবাসা এবং নিঃস্বার্থ অবদানের স্বীকৃতিস্বরূপ নবনির্মিত এ সেনানিবাসটি ‘বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস’ নামে নামকরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, মিঠামইন বন্যাপ্রবণ এলাকা হওয়ায় যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় অসামরিক প্রশাসনকে ত্বরিত সহায়তার মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় সরকারের সক্ষমতা বহুলাংশে বৃদ্ধি করবে। নির্মাণাধীন এলিভেটেড রোডের সঙ্গে বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস সংযোগের মাধ্যমে পাশের এলাকাসহ সিলেট ও ঢাকার যোগাযোগ সহজতর হবে। সর্বোপরি এ সেনানিবাস হাওরাঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে নতুন প্রাণ সঞ্চারিত করবে। প্রধানমন্ত্রী নবনির্মিত সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছালে সেনাবাহিনী প্রধান ঘাটাইল এরিয়া কমান্ডার তাঁকে অভ্যর্থনা জানান। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, রাষ্ট্রপতির পরিবারবর্গ, উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তা এবং বিভিন্ন পদবির সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর