বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩ ০০:০০ টা

ড. ইউনূসের সঙ্গে আচরণ নিয়ে উদ্বেগ ৪০ বিশ্বনেতার

প্রতিদিন ডেস্ক

শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের প্রতি বাংলাদেশ সরকার থেকে অন্যায় আচরণ করা হচ্ছে উল্লেখ করে ৪০ বিশ্বনেতা উদ্বেগ প্রকাশ করেছেন। এই ৪০ বিশ্বনেতার মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোর, জাতিসংঘের সাবেক মহাসচিব বান-কি মুন, আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট মেরি রবিনসন প্রমুখ। এ উদ্বেগের কথা জানিয়ে বিশ্বনেতাদের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর একটি খোলা চিঠিও দেওয়া হয়েছে। এ ছাড়া চিঠিটি যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট পত্রিকায় পূর্ণ পাতাজুড়ে বিজ্ঞাপন হিসেবে প্রকাশ করা হয়েছে। সূত্র : ওয়াশিংটন পোস্ট

চিঠিতে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে লেখা হয়েছে, ‘ড. ইউনূসের ভালো থাকা, বাংলাদেশসহ সারা বিশ্বে মানবিক উন্নয়নে তিনি যে অবদান রেখে চলছেন, তা অব্যাহত রাখতে পারবেন কি না- সে বিষয়ে আমাদের গভীর উদ্বেগ রয়েছে। আমরা নিশ্চিত, আপনি জানেন যে বাংলাদেশে মুহাম্মদ ইউনূসের অবদান, বিশেষ করে অতিদরিদ্র ও সবচেয়ে বিপদাপন্ন মানুষের জন্য তাঁর অবদান বিশ্বব্যাপী স্বীকৃত ও সম্মানিত। আমরা আশা করি, টেকসই অগ্রগতি নিশ্চিতে কীভাবে একটি প্রাণন্ত নাগরিক সমাজকে লালন করা যেতে পারে, সে বিষয়ে অন্য উন্নয়নশীল দেশগুলোর জন্য একটি মডেল হিসেবে বাংলাদেশ তার ভূমিকায় ফিরে আসবে। এ ক্ষেত্রে প্রথম একটি ভালো উদ্যোগ হওয়া উচিত, অধ্যাপক ইউনূসের অবদানকে স্বীকৃতি দেওয়া। তাঁকে নিজ নিরাপত্তায় ব্যস্ত রাখার পরিবর্তে দেশ ও বিশ্বের জন্য আরও ভালো কিছু করতে তাঁর শক্তিকে কাজে লাগানোর সুযোগ করে দেওয়া। আমরা ও বিশ্বের কোটি মানুষ আশা করি- আপনি আমাদের এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করবেন।’

সর্বশেষ খবর