বুধবার, ১৫ মার্চ, ২০২৩ ০০:০০ টা

শান্তিপূর্ণ দেশ বিনির্মাণে ভূমিকা রাখবে বাংলাদেশ প্রতিদিন : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

শান্তিপূর্ণ দেশ বিনির্মাণে ভূমিকা রাখবে বাংলাদেশ প্রতিদিন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত শান্তিপূর্ণ বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ প্রতিদিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। দেশের শীর্ষ দৈনিকটির ১৪ বছরে পদার্পণ উপলক্ষে এক বাণীতে তিনি এ আশাবাদ ব্যক্ত করে বাংলাদেশ প্রতিদিনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার সব সময়ই দেশে গণমাধ্যমের বিকাশে অগ্রণী ভূমিকা পালন করেছে। ১৯৯৬-২০০১ মেয়াদে আমরাই দেশে প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চালুর অনুমোদন দিই। ইতোমধ্যে আমরা ‘ডিজিটাল বাংলাদেশ’ প্রতিষ্ঠা করেছি। আমরা ‘রূপকল্প ২০৪১’ বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছি। এ লক্ষ্য অর্জনে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এজন্য আমরা ২০০৯ সাল থেকে গণমাধ্যম, তথ্য ও তথ্যপ্রযুক্তির বিকাশে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছি। আমরা তথ্য অধিকার আইন-২০০৯ প্রণয়ন ও তথ্য কমিশন প্রতিষ্ঠা করেছি। আমাদের সরকার দেশের গণমাধ্যমকে অবারিত করতে ‘জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৭’, ‘জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪’সহ বিভিন্ন আইন ও নীতিমালা প্রণয়ন করেছে। চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠান নির্মাণে দক্ষ, যোগ্য কলাকুশলী এবং নির্মাতা সৃষ্টির লক্ষ্যে ‘বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (সংশোধন) আইন-২০১১’ প্রণয়ন করা হয়েছে। আমরা সাংবাদিকদের কল্যাণে ‘বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’ স্থাপন করেছি এবং ‘গণমাধ্যমকর্মী (চাকরির শর্তাবলি) আইন-২০২২’ প্রণয়ন করতে যাচ্ছি। সংবাদপত্রে কর্মরত সাংবাদিক, কর্মচারী ও প্রেস শ্রমিকদের কল্যাণে ইতোমধ্যে নবম ওয়েজবোর্ড কার্যকর করা হয়েছে। ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদেরও ওয়েজবোর্ডের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। বেসরকারি খাতে অনেক টেলিভিশন, এফএম রেডিও এবং কমিউনিটি রেডিও চ্যানেলের অনুমোদন দেওয়া হয়েছে। ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ উৎক্ষেপণের ফলে টেলিভিশন সম্প্রচারে নতুন মাত্রা যুক্ত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি আশা করি, ‘স্মার্ট বাংলাদেশ তথা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন লালিত স্বপ্নের ‘সোনার বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে বাংলাদেশ প্রতিদিন সঠিক তথ্য-উপাত্ত পরিবেশন ও সামাজিক দায়বদ্ধতা বজায় রেখে নিরপেক্ষ সংবাদ মানুষের সামনে তুলে ধরবে। প্রপাগান্ডা যাতে সংবাদ হয়ে না ওঠে, জনগণকে ভুল বার্তা না দেয়- সেদিকে লক্ষ রাখতে হবে। তিনি বাংলাদেশ প্রতিদিনের ১৪ বছরে পদার্পণ উপলক্ষে সংবাদপত্রটির পরিচালনা পর্ষদ, সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান।

সর্বশেষ খবর