শনিবার, ১৮ মার্চ, ২০২৩ ০০:০০ টা

আজ আদালতে হাজিরা দেবেন ইমরান খান

প্রতিদিন ডেস্ক

আজ আদালতে হাজিরা দেবেন ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান আজ লাহোর হাই কোর্টে হাজিরা দেবেন। এ বিষয়ে তিনি লাহোর হাই কোর্টকে দেওয়া এক চিঠিতে বলেন, ‘আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল, তাই ১৮ মার্চ আদালতে হাজিরা দিতে যাব’। সূত্র : ডন, বিবিসি, আল জাজিরা

প্রাপ্ত খবর অনুযায়ী, আদালতে হাজির হলে ইমরান খানকে জেলে পাঠানো হবে কি না- এ ব্যাপারে স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি। যদিও ইসলামাবাদের অতিরিক্ত জেলা ও সেশন আদালতের বিচারক জাফর ইকবাল গত বৃহস্পতিবার তাকে আদালতে হাজির হওয়ার প্রস্তাব দিয়ে জানান, ‘তোষাখানা মামলায় গ্রেফতার থেকে রেহাই পেতে হলে ইমরান খানকে আদালতে হাজির হতেই হবে।’ এর আগে বিচারক আলোচিত তোষাখানা মামলায় ইমরান খানের গ্রেফতারি পরোয়ানা বাতিলের জন্য আপিল আবেদন নাকচ করেন। আবেদনে ইমরান খান উল্লেখ করেছিলেন, ‘লাহোর থেকে রাজধানী আসার পথে তিনি নিরাপত্তা হুমকিতে পড়বেন’। তার পরেও বিচারপতি আবেদনটি নাকচ করেন। এই সঙ্গে বিচারক ইমরান খানকে আত্মসমর্পণের প্রস্তাব দেন। বিচারক বলেন, আদালতের কাছ থেকে কোনো আনুকূল্য লাভের চেষ্টা করার আগে ইমরান খানের উচিত আত্মসমর্পণ করা। বিচারকের লিখিত নির্দেশনামায় বলা হয়, রেকর্ড থেকে এটি স্পষ্ট যে, আবেদনকারী কখনো আদালতে হাজির হননি। চারবার তাকে ছাড় দেওয়া হয়েছে। গ্রেফতারি পরোয়ানা অনুযায়ী তাকে (ইমরান) গ্রেফতার করতে গিয়ে অনেক মানুষ আহত হয়েছেন, গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পিটিআই প্রধান আদালতের মর্যাদা ও নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েছেন। পুলিশ তাদের কর্তব্য করতে গিয়ে বাধার মুখে শক্তি প্রয়োগ করেছে। এমন বিশৃঙ্খল ঘটনা ঘটানোর পর আবেদনকারী গ্রেফতারি পরোয়ানা স্থগিতের দাবি করতে পারেন না। আবেদনকারীর সৃষ্ট আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে তাকালে দেখা যায়, তিনি প্রক্রিয়াগত এবং আইনের দিক থেকে মঞ্জুর করা যায় এমন কিছু অধিকার হারিয়েছেন। আদালতের প্রক্রিয়াকে উপেক্ষা করায় তাকে আদতেই আদালতের কাছে আত্মসমর্পণ করতে হবে। উল্লেখ্য, তোষাখানা মামলার শুনানিতে বারবার অনুপস্থিত থাকায় গত সোমবার ইমরান খানের বিরুদ্ধে দ্বিতীয়বারের মতো জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন বিচারক জাফর ইকবাল। ইমরান খানকে গ্রেফতার করে ১৮ মার্চ আদালতে হাজির করতে পুলিশকে নির্দেশ দিয়েছিল আদালত। এ নির্দেশ পেয়েই ইসলামাবাদ পুলিশের একটি দল লাহোরে যায়। গত মঙ্গলবার ইমরান খানকে গ্রেফতার করতে তার জামান পার্কের বাড়ি ঘিরে পুলিশ অবস্থান নিলে রাস্তায় নেমে আসা পিটিআই নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেধে যায়। পিটিআই কর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, পাল্টাপাল্টি কাঁদানে গ্যাস ও পেট্রলবোমা ছোড়ার ঘটনার পর বুধবার পুলিশ পিছু হটে।

সর্বশেষ খবর