শনিবার, ৮ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

ডয়েচে ভেলের প্রতিবেদন খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র

স্টেট ডিপার্টমেন্ট

কূটনৈতিক প্রতিবেদক

র‌্যাব নিয়ে জার্মান সংবাদ সংস্থা ডয়েচে ভেলেতে (ডিডব্লিউ) প্রকাশিত প্রতিবেদন যুক্তরাষ্ট্র খতিয়ে দেখবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। গতকাল এক প্রেস ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের প্রধান উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল এ কথা জানিয়েছেন। সেই সঙ্গে অভিযোগগুলো বাংলাদেশ সরকার খতিয়ে দেখবে বলেও আশা প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র। গতকাল ওয়াশিংটনে নিয়মিত সংবাদ সম্মেলনে এ-সংক্রান্ত প্রশ্নের জবাবে স্টেট ডিপার্টমেন্টের উপ-মুখপাত্র বলেন, আমি এখান থেকে কোনো ব্যবস্থা নেওয়ার লক্ষণ দেখতে যাচ্ছি না। আমরা এই ভিডিওতে থাকা অভিযোগ অত্যন্ত সাবধানতার সঙ্গে খতিয়ে দেখব এবং আমরা আশা করি বাংলাদেশ সরকারও তাই করবে। মানবাধিকার লঙ্ঘনকারীদের অবশ্যই জবাবদিহি করতে হবে। গত ৩ এপ্রিল ডয়চে ভেলে তাদের ওয়েবসাইটে র‌্যাব নিয়ে একটি প্রতিবেদন ও ভিডিওচিত্র প্রকাশ করে। নেত্র নিউজের সঙ্গে যৌথভাবে এই অনুসন্ধানের কথা জানানো হয় প্রতিবেদনে। এই প্রতিবেদন ও ভিডিও প্রসঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন বলেছেন, র‌্যাব দেশের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে এবং রাজনৈতিক কোনো উদ্দেশ্যে তাদের ব্যবহার করা হচ্ছে না। প্রতিবেদনটি ভিত্তিহীন।

সর্বশেষ খবর