শনিবার, ৮ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

৫৮২ উপজেলা-থানায় আজ অবস্থান কর্মসূচি করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আজ সারা দেশের ৫৮২ উপজেলা-থানায় বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। বিদ্যুৎ-গ্যাস-নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে এবং ১০ দফা দাবিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন।

দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় নেতারা এরই মধ্যে অবস্থান কর্মসূচিতে অংশ নিতে ঢাকা থেকে বিভিন্ন জেলায় চলে গেছেন। মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি জানায়, ঢাকা মহানগরের ৫০ থানায়ও এ অবস্থান কর্মসূচি হবে। এতে দলের স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতারা থাকবেন। বিএনপি ছাড়াও লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি আজ বিকাল ৩টায় রাজধানীর পান্থপথে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি করবে। সর্বশেষ গত ১ এপ্রিল বিএনপিসহ সমমনা জোটগুলো ঢাকাসহ সব মহানগর ও জেলা সদরে অবস্থান কর্মসূচি করে। সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গত বছরের ২৪ ডিসেম্বর থেকে বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক জোট যুগপৎ আন্দোলন শুরু করে। ধারাবাহিকভাবে গণমিছিল, অবস্থান কর্মসূচি, বিক্ষোভ সমাবেশ, বিভাগীয় সমাবেশ, মানববন্ধন কর্মসূচি, প্রতিবাদ সমাবেশ, মহানগর-জেলা-থানা-ইউনিয়ন পর্যায়ে নীরব পদযাত্রার কর্মসূচি করেছে যুগপৎভাবেই।

সর্বশেষ খবর