সোমবার, ১০ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

মিতু হত্যার বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মিতু হত্যার বিচার শুরু

মাহমুদা খানম মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আকতারসহ সাত আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের মাধ্যমে বিচার কাজ শুরু হয়েছে। গতকাল চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিনের আদালতে দেশ তোলপাড় করা এ মামলার বিচার কাজ শুরুর আদেশ দেওয়া হয়। চট্টগ্রাম মহানগর পিপি আবদুর রশিদ বলেন, ‘চার্জ গঠনের বিরুদ্ধে উচ্চ আদালতে একটি আবেদন করা হয় আসামির পক্ষ থেকে। এ জন্য আসামিপক্ষের আইনজীবীরা ঈদের পর সাক্ষ্য গ্রহণের জন্য সময় চান। উভয় পক্ষের যুক্তি-তর্ক শেষে সাক্ষ্য শুরুর আদেশ দেন আদালত। পরে মিতুর বাবা আদালতে সাক্ষ্য দেন।’ আদালত সূত্রে আরও জানা গেছে, উচ্চ আদালতে বাবুলের করা একটি আবেদন অপেক্ষমান থাকায় আইনজীবীরা সাক্ষ্যগ্রহণ পেছানোর আবেদন করেন। কিন্তু এর বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। এ অবস্থায় বাবুলের আইনজীবীদের করা আবেদন খারিজ করে আদালত রাষ্ট্রপক্ষকে সাক্ষী হাজিরের নির্দেশ দেন। সকাল ১১টায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে আনা হয় এ মামলার আসামি বাবুল আকতার, আনোয়ার হোসেন, শাহজাহান মিয়া, এহতেশামুল হক ভোলা, মোতালেব মিয়া ওরফে ওয়াসিমকে। পলাতক থাকায় খাইলুল ইসলাম কালু এবং কামরুল ইসলাম শিকদার মুছা আদালতে অনুপস্থিত ছিলেন। মামলার প্রথম সাক্ষী মিতুর বাবা মোশাররফ হোসেন আদালতে সাক্ষ্য দেন।

এর আগে পিবিআইয়ের দেওয়া অভিযোগপত্রে উল্লেখ করা হয়, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় কর্মরত বিদেশি এক নারীর সঙ্গে বাবুলের পরকীয়া হয়। এর জেরে সংসারে অশান্তি তৈরি হয়। পরে বাবুল স্ত্রীকে খুনের সিদ্ধান্ত  নেন। ৩ লাখ টাকায় ‘খুনি’ ভাড়া করে তিনি স্ত্রীকে খুন করান। এ থেকে নিজেকে আড়ালে রাখতে প্রচার করেন- জঙ্গিরাই মিতুকে খুন করেছে। মিতুকে খুনের মিশনে নেতৃত্ব দিয়েছে পুলিশ কর্মকর্তা বাবুলের ‘সোর্স’ কামরুল ইসলাম শিকদার মুসা। সঙ্গে ছিল আরও ছয়জন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর