মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

নিরপেক্ষ নির্বাচন দিতেই হবে

নিজস্ব প্রতিবেদক

নিরপেক্ষ নির্বাচন দিতেই হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আওয়ামী লীগ যতই টালবাহানা করুক অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দিতেই হবে। নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে যত ষড়যন্ত্রই সরকার করুক না কেন বিএনপি আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করবে।

গতকাল রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসভবনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় শাহজাহানপুর থানা বিএনপি কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। মাহফিলে তারেক রহমান ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক ইউনুস মৃধার সভাপতিত্বে বক্তব্য দেন মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, মহিলা দল সভাপতি আফরোজা আব্বাস, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনু, ওয়ার্ড কাউন্সিলর মির্জা আসলাম আসিফ (মির্জা শরীফ), সাবেক কমিশনার মির্জা খোকন, যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মাসুদ আহম্মেদ মিলন। আব্বাস বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আজ শুধু বিএনপি নয়, দেশপ্রেমিক সব রাজনৈতিক দল একত্র হয়েছে। এ আন্দোলন দেশকে একনায়কতন্ত্র থেকে রক্ষা করার। এ আন্দোলন দেশের জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার।

 

সর্বশেষ খবর