বুধবার, ১২ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

পুলিশের সঙ্গে গোলাগুলিতে আরসা কমান্ডার নিহত

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারে উখিয়ার ১৯ নম্বর ময়নার ঘোনা রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী গোষ্ঠী আরসার সঙ্গে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) বন্দুকযুদ্ধে আবদুল মজিদ ওরফে লালাইয়া নামের এক রোহিঙ্গা নিহত হয়েছে। এপিবিএনের দাবি, নিহত রোহিঙ্গা লালাইয়া আরসা কমান্ডার। ঘটনার সময় তিন সন্ত্রাসীকে আটক করা হয়।

গতকাল সকাল সাড়ে ১০টায় উপজেলার পালংখালী ইউনিয়নের ১৯ নম্বর ক্যাম্পের ৮ নম্বর ব্লকে এ ঘটনা ঘটে।

কয়েক রোহিঙ্গা মাঝি জানান, ক্যাম্পের ৮ নম্বর ব্লকের আমিন মাঝির বাসার পাশে আরসা সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে আশপাশের কয়েকটি ঘর ঘিরে ফেলে এপিবিএন পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে আরসা সদস্যরা। এপিবিএনও পাল্টা গুলি ছুড়ে। ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, গোলাগুলির পর কয়েকটি ঘরে তল্লাশি করে আরসা কমান্ডার আবদুল মজিদ ওরফে লালাইয়ার লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ খবর