বুধবার, ১২ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

কেজিতে ৫ টাকা বাড়ল সারের দাম

নিজস্ব প্রতিবেদক

রাসায়নিক সারের দাম প্রতি কেজিতে ৫ টাকা বাড়ানো হয়েছে। ফলে কৃষক পর্যায়ে প্রতি কেজি ইউরিয়ার বর্তমান দাম ২২ টাকার পরিবর্তে ২৭ টাকা, ডিএপি ১৬ টাকার পরিবর্তে ২১ টাকা, টিএসপি ২২ টাকার পরিবর্তে ২৭ টাকা এবং এমওপি ১৫ টাকার পরিবর্তে ২০ টাকায় কিনতে হবে কৃষকদের। একইভাবে ডিলার পর্যায়েও প্রতি কেজি সারের দাম ৫ টাকা করে বাড়বে। গতকাল কৃষি মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে সারের এ মূল্যবৃদ্ধির বিষয়টি জানায়। এতে বলা হয়, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ১০ এপ্রিলের এক চিঠির পরিপ্রেক্ষিতে সারের মূল্যবৃদ্ধির এ আদেশ জারি করেছে কৃষি মন্ত্রণালয়। কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক সচিবালয়ে সাংবাদিকদের বলেন, অর্থ মন্ত্রণালয়ের অনুরোধে শেষ পর্যন্ত সারের দাম বাড়াতে হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন সারের দাম না বাড়াতে; আমিও চাইনি কোনোভাবেই সারের দাম বাড়–ক। কিন্তু অর্থ মন্ত্রণালয় এ ব্যাপারে শক্ত অবস্থানে ছিল যে দাম বাড়াতেই হবে। মন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারে যে হারে সারের দাম বেড়েছে, সে তুলনায় দেশে বাড়েনি। এখনো সরকারকে সারে বিপুল পরিমাণ টাকা ভর্তুকি দিতে হবে। তবে বৈশ্বিকভাবে দাম কমলে সারের দাম সমন্বয় করা হবে। এদিকে সারের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি। সংগঠনের এক বিবৃতিতে বলা হয়, অবিলম্বে এ আদেশ প্রত্যাহার ও ভর্তুকি দিয়ে বিনামূল্যে কৃষকদের মাঝে সার সরবরাহের জোর দাবি জানানো হয়। কৃষি মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক বাজারে প্রতি কেজি ইউরিয়া সারের বর্তমান দাম ৪৮ টাকা, ডিএপি ৭০ টাকা, টিএসপি ৫০ টাকা আর এমওপি ৬০ টাকা। এর ফলে ৫ টাকা দাম বৃদ্ধির পরও সরকারকে প্রতি কেজি ইউরিয়ায় ২১ টাকা, ডিএপিতে ৪৯ টাকা, টিএসপিতে ২৩ টাকা এবং এমওপিতে ৪০ টাকা ভর্তুকি দিতে হবে।

 

সর্বশেষ খবর