সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

বাজার নিয়ন্ত্রণ করা কঠিন

নিজস্ব প্রতিবেদক

বাজার নিয়ন্ত্রণ করা কঠিন

ঈদুল ফিতর সামনে রেখে চাহিদা বাড়ায় চিনির দাম বেড়েছে এমন মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, এত বিশাল মার্কেট ক্ষুদ্র ক্ষুদ্র জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে আছে, আসলে বাজার নিয়ন্ত্রণ করা কঠিন। আমরা চেষ্টা করছি নিয়ন্ত্রণে রাখার জন্য, যতদূর পারা যায় আরকি। গতকাল সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘জুট প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল’ (জেপিবিপিসি) এর উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, চিনির দাম একটু ঊর্ধ্বমুখী। আমরা বলেছিলাম চিনির দাম ৫ টাকা কমাব। পরবর্তীকালে হিসাব-নিকাশ করে দেখা যায় ৩ টাকা ৫০ পয়সা কমানো যায়। যখনই এটা আলোচনা চলছিল তখনই চিনির দাম আবার বাড়ানো হয়। রমজানের শেষ দিকে ঈদ ঘিরে চিনির চাহিদা অনেক বেড়েছে।  যে কারণে দামও বেড়েছে।

দাম যে বেড়েছে এ নিয়ে কোনো সন্দেহ নেই।

সাংবাদিকদের মন্ত্রী বলেন, গত ১৫ দিনে বিশ্ববাজারে চিনির দাম আরও ১০০ ডলার বেড়েছে। যেটা বেড়েছে সেটা দেশে আসতে আরও এক মাস সময় লাগবে। কিন্তু আপনারা জানেন, ব্যবসায়ীরা তো সুযোগ নিয়েই থাকে। আগামীতে বাড়বে, তারা আগে থেকেই সুযোগটা নেয়।

অনুষ্ঠানে পাটপণ্যের প্রসারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান তুলে ধরে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, সরকারের সময়োপযোগী পদক্ষেপের ফলে সোনালি আঁশ তথা পাট আমাদের এখন সোনালি স্বপ্ন দেখাচ্ছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও বিজনেস প্রমোশন কাউন্সিলের  চেয়ারম্যান তপন কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পাট খাতের সংগঠনগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর