সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

সরকারের আয়ু কমে গেছে

নিজস্ব প্রতিবেদক

সরকারের আয়ু কমে গেছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আজকে সরকার আমাদের ওপর জবরদস্তিভাবে চেপে বসেছে। এ থেকে রক্ষা পেতে আমরা সবাই একযোগে রাস্তায় নেমেছি।

ডিজিটাল আইনসহ সব কালাকানুন আইন দেখে মনে হচ্ছে সরকারের আয়ু কমে গেছে।

গতকাল সন্ধায় রাজধানীতে একটি রেস্টুরেন্টে গণ অধিকার পরিষদ আয়োজিত ইফতার মাহফিলপূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। গণ অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়ার সভাপতিত্বে আয়োজক সংগঠনের যুগ্ম আহ্বায়ক রাশেদ খানের পরিচালনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জাপার একাংশের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইবরাহীম, গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক সচিব টমবার্গ, মার্কিন দূতাবাসের পলিটিক্যাল অফিসার ম্যাথিউ বে, ভারতীয় দূতাবাসের প্রেস মিনিস্টার রাজেশ অগ্নীহত্রী উপস্থিত ছিলেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর