সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

খুলল নিউ মার্কেটের দোকান তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক

অগ্নিকান্ডের পর অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দেওয়া হলেও খুলে দেওয়া হয়েছে ঢাকার অন্যতম ব্যস্ত বিপণি বিতান নিউ মার্কেটের মূল দোকানগুলো। তবে বন্ধ রাখা হয়েছে আগুনে ক্ষতিগ্রস্ত ঢাকা নিউ সুপার মার্কেট (দক্ষিণ)। এদিকে আগুনের ঘটনা তদন্তে নয় সদস্যের কমিটি করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-ডিএসসিসি। গতকাল সন্ধ্যায় নিউমার্কেট এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত নিউ সুপার মার্কেটের (দক্ষিণ) আশপাশের দোকান ও চদ্রিমা সুপার মার্কেটের দোকানগুলো খুলে দেওয়া হয়েছে। সেখানে ক্রেতাদেরও যথেষ্ট সমাগম দেখা গেছে।  এ ছাড়া আশপাশের রাস্তার ফুটপাতে দোকান বসিয়েছেন ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা। চন্দ্রিমা মার্কেটের এক ব্যবসায়ী জানান, দুপুর থেকে মার্কেট খোলার নির্দেশনা দিয়েছে ব্যবসায়ী সমিতি। অন্যদিকে, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত তিনতলা ঢাকা নিউ সুপার মার্কেটের (দক্ষিণ) প্রবেশপথ তালাবদ্ধ রাখা হয়েছে। চন্দ্রিমা মার্কেটের সামনে নিউ সুপার মার্কেটের গেটের সামনে মার্কেটের ব্যবসায়ীদের ঘোরাফেরা করতে দেখা যায়।

অগ্নিকান্ড তদন্তে নয় সদস্যের কমিটি : ঢাকার নিউ সুপার মার্কেটে আগুনের কারণ অনুসন্ধান, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে নয় সদস্যের তদন্ত কমিটি করেছে ডিএসসিসি। গতকাল করপোরেশনের সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত আদেশে এ কমিটি গঠন করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের। তিনি বলেন, ‘কমিটিকে আগামী ৩ দিনের মধ্যে কর্তৃপক্ষ বরাবর প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’

সর্বশেষ খবর