শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

জমি খালি করতে ১৫ দিন সময়

কলকাতা প্রতিনিধি

জমি খালি করতে ১৫ দিন সময়

নোবেলজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে তার ‘প্রতীচী’ বাড়ির ১৩ শতক জমি খালি করার জন্য চূড়ান্ত সময়সীমা বেঁধে দিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ সময়সীমা ১৫ দিন। আগামী ৬ মের মধ্যে জমি খালি করতে বলা হয়েছে। অন্যথায় বল প্রয়োগ করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। অমর্ত্য সেনের বাড়িতে নোটিস পাঠিয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগেই জানিয়েছিল ১৯ এপ্রিল এ ব্যাপারে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। সেইমতো এদিনই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কেন্দ্রীয় ভবনে শুনানি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সেই শুনানিতে অমর্ত্য সেন বা তার কোনো প্রতিনিধি উপস্থিত হননি। এর পরই এদিন রাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্বভারতীর যুগ্ম-কর্মসচিব ও এস্টেট কর্মকর্তা অশোক কুমার মোহান্তর স্বাক্ষর করা ছয় পাতার চিঠিতে বিস্তারিত উল্লেখ করে কঠোর পদক্ষেপের কথাও জানিয়ে দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ‘১৯৭১ সালের অনুমোদিত দখলদার উচ্ছেদ আইনের ৫ ধারার ১ উপধারায় যে ক্ষমতা প্রদান করা হয়েছে, সেই মোতাবেক প্রয়াত আশুতোষ সেনের পুত্র অমর্ত্য সেনকে তার দখলকৃত জমি (১৩ শতক) ফেরানোর নির্দেশ দেওয়া হলো। এই নির্দেশিকা জারির সময় থেকে পরবর্তী ১৫ দিন অথবা আগামী ৬ মে (যে সময়সীমা পরে শেষ হবে) তারিখের মধ্যে তা করতে হবে। অন্যথায় উপরিউক্ত আইন অনুযায়ী বিশ্বভারতী কর্তৃপক্ষ বল প্রয়োগ করতে বাধ্য হবে।’ যদিও বিশ্বভারতীর এই নতুন নোটিস সম্পর্কে কিছুই জানেন না অমর্ত্য সেনের আইনজীবী গোরাচাঁদ চক্রবর্তী। তিনি বলেন, ‘বুধবার রাত পর্যন্ত ইমেইল মারফত বিশ্বভারতীর তরফ থেকে কোনো চিঠি আমি পাইনি।’

অমর্ত্য সেনের বাড়ির ওই জমি নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। শান্তিনিকেতনে অমর্ত্য সেনের ‘প্রতীচী’ বাড়িতে মোট জমির পরিমাণ ১.৩৮ একর। বিশ্বভারতীর দাবি, ওই জমির পরিমাণ ১.২৫ একর। সে অর্থে বিশ্বভারতী কর্তৃপক্ষের অভিযোগ, ‘প্রতীচী’ বাড়িতে ১৩ শতক জমি দখল করে রেখেছেন অমর্ত্য সেন। তিনটি চিঠি দিয়ে সে জমি ফেরতও চায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জানুয়ারি মাসের শেষে শান্তিনিকেতনে গিয়ে অমর্ত্য সেনের সঙ্গে দেখা করে জমির মাপজোখ সম্পর্কিত বিভিন্ন নথি অমর্ত্য সেনের হাতে তুলে দেন মমতা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর