শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

বেতন বোনাস দিয়েছে শতভাগ কারখানা : বিজিএমইএ

৯৫% কারখানা বোনাস পরিশোধ করেছে দাবি শিল্পপুলিশের

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান গতকাল বলেছেন, শতভাগ পোশাক কারখানা মার্চ মাসের বেতন ও উৎসব বোনাস পরিশোধ করেছে। এ ছাড়াও ৯৫ শতাংশ কারখানা এপ্রিল মাসের আংশিক বেতন পরিশোধ করেছে। তবে শিল্প পুলিশ বলেছে, ১১ শতাংশ কারখানায় বেতন এবং ৫ শতাংশ কারখানায় বোনাস পরিশোধ হয়নি। বিজিএমইএ সভাপতি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, শতভাগ কারখানা ইতোমধ্যে উৎসব বোনাস এবং মার্চ মাসের বেতন পরিশোধ করেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিক পোশাক বিক্রেতা এবং ব্র্যান্ডগুলোর কাছ থেকে কাজের আদেশ কম পেয়েছে। ফলে অনেক কারখানা তাদের শ্রমিকদের সময় মতো বেতন দিতে চ্যালেঞ্জের মুখোমুখি হবে বলে ধারণা করেছিলাম। সেই ধারণা ভুল প্রমাণ করে বেতন-বোনাস পরিশোধের অবস্থা ভালো। তিনি আরও বলেন, কয়েকটি কারখানায় সমস্যায় ছিল, তারা ব্যাংকের সঙ্গে আলোচনা করে বেতনভাতা পরিশোধ করেছে। শ্রমিকদের বেতন দিতে স্বল্প সময়ে ব্যাংকগুলো ঋণও অনুমোদন করেছে। সব কারখানা আজ শুক্রবারের মধ্যে এপ্রিল মাসের আংশিক বেতন পরিশোধ করতে পারে। এ ছাড়াও সময় মতো ক্রেতাদের কাছে পণ্য সরবরাহ করতে অনেক কারখানা আজ শুক্রবারও তাদের কাজ চালিয়ে যাবে। কিছু কারখানা এপ্রিলের ১০, ১৫ ও ২০ দিনের বেতন পরিশোধ করেছে বলেও জানান তিনি।

অন্যদিকে শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, গতকাল পর্যন্ত ১ হাজার ৮০০টি কারখানার মধ্যে ১ হাজার ২৫০টি উৎসব বোনাস প্রদান করেছে। মার্চ মাসের বেতন পরিশোধ করেছে ১ হাজার ৬০০টি কারখানা। শিল্প পুলিশের ওসি ইন্টেলিজেন্স মামুনুর রহমান গতকাল বাংলাদেশ প্রতিদিনকে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ৯৫ শতাংশ কারখানা ছুটিও হয়েছে। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি মোহাম্মদ আলী খোকন জানিয়েছেন, তাদের সদস্য কারখানা ১ হাজার ৭৩৫টির সবগুলোতেই বেতন বোনাস পরিশোধ করা হয়েছে। একইভাবে, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সদস্য ৯২০টি কারখানার সবগুলোই তাদের শ্রমিকদের মার্চ মাসের বেতন ও উৎসব বোনাস পরিশোধ করেছে। বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, অনেক কারখানায় শ্রমিকরা এপ্রিল মাসের ১৫ দিনের বেতনের দাবিতে আন্দোলনের চেষ্টা করছে। আমরা মালিকদের বলে দিয়েছি কেউ চাইলে বেতন পরিশোধ করতে পারবেন। শিল্প পুলিশের তথ্য মতে, দেশের ৯ হাজার ৬১৬টি কল-কারখানার মধ্যে সর্বশেষ শ্রমিকদের মার্চ মাসের বেতন দিয়েছে ৮ হাজার ৯৭১টি। ৯ হাজার ৬১৬টি কল-কারখানার মধ্যে শ্রমিকদের ঈদের বোনাস দিয়েছে ৬৭৩৯টি কারখানা। অন্যান্য খাতের ৬ হাজার ৪৯৯টি কারখানার মধ্যে বোনাস হয়নি ২ হাজার ১৩৭টির। সব মিলিয়ে ২ হাজার ৮৭৭টি কারখানায় বোনাস হয়নি। ২৯ দশমিক ৯২ শতাংশ কারখানায় শ্রমিকদের বোনাস পরিশোধ হয়নি।

সর্বশেষ খবর