বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

অমর্ত্যর পক্ষে শিক্ষার্থীরা

কলকাতা প্রতিনিধি

অমর্ত্যর পক্ষে শিক্ষার্থীরা

পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় শান্তিনিকেতনে অবস্থিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে দেশদ্রোহী আইনে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে পুলিশে অভিযোগ করেছেন বিশ্বভারতীর সাবেক ছাত্রী তৃষা রানী ভট্টাচার্য। ওই একই অভিযোগ দায়ের করা হয়েছে বিশ্বভারতীর কর্মসচিব অশোক কুমার মাহাতো এবং জনসংযোগ কর্মকর্তা মহুয়া বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও। তৃষা রানী তার আর্জিতে বলেন, একজন ভারতরত্নকে কখনোই জমি দখলকারী বা জমি কবজাকারী বলা যায় না। বিশ্বভারতীর সংগীতভবনের কথাকলি বিভাগে ২০২১ সালের স্নাতক তৃষা রানী মঙ্গলবার শান্তিনিকেতন থানায় যে অভিযোগ দায়ের করেন তার অনুলিপি দেন বীরভূমের জেলা পুলিশ সুপার এবং বোলপুরের মহকুমা পুলিশ কর্মকর্তাকেও। অভিযোগ পত্রে বলা হয়, ঐতিহ্যবাহী বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রবীন্দ্রনাথ ঠাকুরের একদা সান্নিধ্যে থাকা অমর্ত্য সেনকে আজ দিনের পর দিন বিশ্বভারতী কর্তৃপক্ষ সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে বারংবার জমি দখলকারী, জমি কবজাকারী, জমি হরফকারী বলে মর্যাদাহানি করছেন। শুধু মর্যাদাহানিই নয়, তাঁর মতো বিশ্বখ্যাত শিক্ষাবিদকে মানসিকভাবে নির্যাতন করছেন এই বিদ্যুৎ চক্রবর্তী, অশোক মাহাতো ও মহুয়া বন্দ্যোপাধ্যায়সহ বেশ কয়েকজন অসাধু ব্যক্তি (এদের বিরুদ্ধে শ্লীলতাহানিসহ বেশ কয়েকটি অভিযোগ রয়েছে শান্তিনিকেতন থানায়। আদালতে এদের বিরুদ্ধে বহু মামলাও চলছে)।

সর্বশেষ খবর