রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

বাইডেনকে নিয়ে মন্তব্যে তোলপাড় মার্কিন রাজনীতি

প্রতিদিন ডেস্ক

বাইডেনকে নিয়ে মন্তব্যে তোলপাড় মার্কিন রাজনীতি

প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গন এখন সরগরম। ২০২৪ সালের নভেম্বরে হবে এ নির্বাচন। নির্বাচনে ৮০ বছর বয়সী বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন, আগের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বেশ কয়েকজন তারকা প্রার্থী লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। তবে বাইডেনের প্রার্থী হওয়া নিয়ে তোলপাড় করা বক্তব্য দিয়েছেন অন্যতম প্রেসিডেন্ট প্রার্থী নিকি হ্যালি। তিনি উল্লেখ করেছেন, ৮০ বছরের পর আর কয়দিন বাঁচবেন জো বাইডেন। তিনি তো মৃত্যুবরণ করবেন। তখন কী হবে? সূত্র : এএফপি, ডেইলি মেইল, নিউ ইয়র্ক পোস্ট, আল জাজিরা, পার্স টুডে। প্রাপ্ত খবর অনুযায়ী, এরই মধ্যে দেশটিতে ভোটের জোর প্রচারণা জমে উঠেছে। প্রচারপর্বের বিশেষ অংশ হিসেবে বর্তমানে উঠে আসছে বিভিন্ন প্রার্থীর সাক্ষাৎকার। আর সদ্য এক সাক্ষাৎকারে নির্বাচনী দৌড়ে থাকা অন্যতম প্রার্থী ৫১ বছরের নিকি হ্যালি বলেছেন, ‘আগামী পাঁচ বছরের মধ্যে মারা যাবেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন, ফলে যদি বাইডেন ২০২৪ সালের নির্বাচনে জিতে যান, তাহলে পরবর্তী প্রেসিডেন্ট হবেন কমলা হ্যারিস।’ মার্কিন চ্যানেল ‘ফক্স নিউজ’কে দেওয়া সাক্ষাৎকারে নিকি হ্যালি দাবি করেন, ‘যদি আমেরিকা বাইডেনকে দ্বিতীয়বারের জন্য সুযোগ দেয় মার্কিন প্রেসিডেন্ট হতে, তাহলে আমেরিকার আশা করা উচিত কমলা হ্যারিস হবেন প্রেসিডেন্ট।’ এর সমর্থনে নিকি যুক্তি সহকারে বলেন, ‘ধারণা এটাই যে, তিনি ৮৬ বছর পর্যন্ত বাঁচবেন- এমনটা আমার মনে হয় না।’ তার দাবি, যে সব রাজনীতিবিদের বয়স ৭৫ বছরের ওপরে, তাদের মানসিক স্বাস্থ্য কতটা শক্তিশালী তার প্রমাণ দেওয়া উচিত। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সদ্য ঘোষণা করেছেন- তিনি ফের একবার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন। এর মাঝেই বাইডেনের মানসিক স্বাস্থ্য নিয়েও নানান প্রশ্ন ওঠে। বাইডেনকে টার্গেট করে নিকি হ্যালি বলেন, ‘তিনি সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে দুর্বলতম প্রেসিডেন্ট।’ অন্যদিকে হোয়াইট হাউস নিরন্তর দেখানো চেষ্টা করে যাচ্ছে যে, বাইডেন সুস্থ রয়েছেন। তার প্রতিদিনের ট্রাভেল শিডিউল পেশ করা হচ্ছে, প্রকাশ করা হচ্ছে তার জগিংয়ের ভিডিও, যাতে মানুষের কাছে বার্তা যায় যে, মার্কিন প্রেসিডেন্ট সম্পূর্ণ সুস্থ। বাইডেন নিজেও তার বয়স নিয়ে উদ্বেগ প্রকাশ করতে বারণ করেছেন।

ট্রাম্প বললেন, বাইডেনকে পরাজিত করাব : ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনকে পরাজিত করার অঙ্গীকার করেছেন ডোনাল্ড ট্রাম্প। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ম্যানচেস্টারের একটি হোটেলে দেওয়া ভাষণে রিপাবলিকান দলের সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প উল্লেখ করেন, আগামী প্রেসিডেন্ট নির্বাচনে তিনি যদি জয়ী হয়ে হোয়াইট হাউসে ফিরতে না পারেন, তাহলে যুক্তরাষ্ট্র ‘অরাজকতার’ মধ্যে পড়বে। এদিন ম্যানচেস্টারের হোটেলে ট্রাম্পের নির্বাচনী প্রচারে প্রায় দেড় হাজার সমর্থক জড়ো হন। সমর্থকদের সামনে ট্রাম্প বলেন, এ নির্বাচনে ভোটারদের সামনে পছন্দের যে বিকল্প দাঁড়িয়েছে, তা হলো শক্তিমত্তা বা দুর্বলতা, সাফল্য বা ব্যর্থতা, নিরাপত্তা বা নৈরাজ্য, শান্তি বা সংঘাত, সমৃদ্ধি বা বিপর্যয়। ট্রাম্প বলেন, ‘আমরা একটি বিপর্যয়ের মধ্যে বসবাস করছি। এ অবস্থায় ২০২৪ সালের ৫ নভেম্বরের ভোটে আমরা জো বাইডেনকে পরাজিত করতে যাচ্ছি। আমরা আমাদের অসমাপ্ত কাজ শেষ করতে যাচ্ছি।’

জনমত জরিপ : বিভিন্ন জনমত জরিপে দেখা যাচ্ছে, নিজ দল ডেমোক্র্যাটের ভোটারসহ বেশিরভাগ মানুষ বলছেন, প্রেসিডেন্ট বাইডেনের দ্বিতীয় দফায় নির্বাচন করা উচিত হবে না। তারপরও তিনি প্রেসিডেন্ট পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। ভোটারদের বেশিরভাগই বলছেন, ‘তারা ৮০ বছরের একজন বৃদ্ধকে তাদের প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান না।’

সর্বশেষ খবর