সোমবার, ১ মে, ২০২৩ ০০:০০ টা

আন্দোলনে দেশবাসী রাস্তায়

নিজস্ব প্রতিবেদক

আন্দোলনে দেশবাসী রাস্তায়

বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার পতনের আন্দোলনে দেশবাসী আজ রাস্তায় নেমেছে। তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক কর্মকান্ড থেকে বাইরে রাখা হচ্ছে। অবৈধভাবে ক্ষমতা দখলের যে প্রক্রিয়া, তা সফলভাবে সম্পন্ন করতেই তাঁকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হচ্ছে না। সরকার ভয়ে খালেদা জিয়াকে রাজনীতিতে সম্পৃক্ত হতে দিচ্ছে না। গতকাল দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাম গণতান্ত্রিক ঐক্যের সঙ্গে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন। বৈঠকে বিএনপির ভাইস চেয়ারম্যান ও লিয়াজোঁ কমিটির সদস্য বরকতউল্লা বুলু ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল উপস্থিত ছিলেন। অন্যদিকে বাম গণতান্ত্রিক ঐক্যের পক্ষে বৈঠকে অংশ নেন- জোটের সমন্বয়ক প্রগতিশীল গণতান্ত্রিক দলের মহাসচিব হারুন আল রশিদ খান, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক সামছুল আলম ও বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক হারুন চৌধুরী। আমীর খসরু বলেন, চলমান আন্দোলনে সাফল্য অর্জনের লক্ষ্যে আজ আমাদের আলোচনা হয়েছে। আন্দোলন সফলভাবে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য সমন্বয়ের মাধ্যমে কাজ করা এবং কর্মসূচির বিষয়ে আলোচনা করেছি। আমরা ঐকমত্যে পৌঁছেছি যে, এ সরকারের পতন না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরে যাব না।

 আমরা ঐক্যবদ্ধভাবে জাতিকে সঙ্গে নিয়ে এ আন্দোলন সফল করব। বিএনপির এ নেতা বলেন, দেশের রাষ্ট্রপতি থেকে শুরু করে সাধারণ পর্যায়ের লোকও বিদেশে গিয়ে চিকিৎসা নিচ্ছেন। কিন্তু খালেদা জিয়াকে এ সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে।

সর্বশেষ খবর