বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩ ০০:০০ টা

আওয়ামী লীগের সঙ্গে আলোচনার যুক্তি নেই : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র ও জাপান সফরের অর্জন জিরো। তিনি বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে আলোচনার কোনো যুক্তি থাকতে পারে না। কারণ এরা মিথ্যাবাদী ও প্রতারণা করে। তাই জনগণ তাদের আন্দোলনের মাধ্যমে বিদায় করতে চায়।

গতকাল দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে   লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে আলোচনা শেষে তিনি এসব কথা বলেন। বৈঠকে এলডিপির কর্নেল (অব.) ড. অলি আহমদ ছাড়াও বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। পরে তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। মির্জা ফখরুল বলেন, সরকারের পায়ের নিচে মাটি নেই। এরা মিথ্যা প্রচার করে। তারা বলে বেড়াচ্ছে যে, তাদের অধীনে যতগুলো নির্বাচন হয়েছে সবই নাকি অবাধ ও সুষ্ঠু হয়েছে। শুধু তাই নয়, বিশ্বব্যাংক এবং আইএমএফকেও তারা মিথ্যা তথ্য দিচ্ছে। আর তাদের বডি কেমিস্ট্রিই হচ্ছে সন্ত্রাস ও দুর্নীতি। আসলে অবৈধ ও অনির্বাচিত সরকারের অধীনে বাংলাদেশ এখন প্রায় ধ্বংস রাষ্ট্রের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। একটি ব্যর্থ রাষ্ট্রের দিকে পতিত হচ্ছে। তিনি বলেন, অর্থনীতিতে সম্পূর্ণ ব্যর্থতাসহ সরকারের দুর্নীতির কারণে আজ জনগণের জীবন দুঃসহ হয়ে পড়েছে। মির্জা ফখরুল বলেন, দ্রব্যমূল্য অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। লুটপাট এবং একই সঙ্গে ব্যাংকগুলোকে পুরোপুরি খালি এবং দেশের অর্থ বিদেশে পাচার করে অর্থব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। স্বাস্থ্য খাত, শিক্ষা খাত সবকিছুতেই একটি নৈরাজ্য। বিএনপি মহাসচিব বলেন, সত্যিকার অর্থে দেশে যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় সেই দলগুলোর সঙ্গে আমরা এক জোট হয়ে যুগপৎ আন্দোলন শুরু করেছি। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, আমাদের অধিকার ফিরে পাওয়ার জন্য। তিনি বলেন, জনগণের লক্ষ্য একটাই এদের ক্ষমতা থেকে সরাতে হবে, আইনের শাসন ফিরিয়ে আনতে হবে।

সর্বশেষ খবর