সোমবার, ৮ মে, ২০২৩ ০০:০০ টা

তত্ত্বাবধায়ক নিয়ে বিদেশি চাপ নেই : কাদের

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে দেশের বাইরের কোনো চাপ নেই। পিটার হাসের (ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত) সঙ্গে আমার সাক্ষাতের সময় তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে তিনি বলেছেন, ‘তত্ত্বাবধায়ক নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই। আমরা একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই।’

গতকাল বনানীতে সেতু ভবনে সেতু কর্তৃপক্ষের বোর্ড সভা শেষে ওবায়দুল কাদের এ কথা বলেন। তিনি  বলেন, বিএনপির নিরপেক্ষতার সংজ্ঞা হচ্ছে ২০০১ আর ২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকার। অস্বাভাবিক সেই সরকার তিন মাসের কথা বলে দুই বছর ক্ষমতায় ছিল। এমন তত্ত্বাবধায়ক সরকার আমাদের কাম্য ছিল না। জনগণও চায়নি। ওবায়দুল কাদের বলেন, বিএনপি ভাবছে কেবলমাত্র অমন পক্ষপাতদুষ্ট তত্ত্বাবধায়ক সরকারই পারে তাদের নির্বাচনে জেতাতে। ২০০১ সালে তারা ওই সরকারের সুফল ভোগ করেছে। একটা পক্ষপাতদুষ্ট কৌশল অবলম্বন করে নির্বাচনে জিততে চায় তারা। তাদের কাছে নিরপেক্ষতা হলো নির্বাচনে জেতার গ্যারান্টি। তিনি বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন চলাকালে বর্তমান সরকার শুধু রুটিন ওয়ার্ক পালন করবে। কোনো মেজর ডিসিশন নেবে না। নির্বাচন সংশ্লিষ্ট যেসব মন্ত্রণালয় বা দফতর রয়েছে তারা নির্বাচন কমিশনের অধীনেই থাকবে। বর্তমান নির্বাচন কমিশন স্বাধীন। নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের সর্বাত্মক চেষ্টা তাদের রয়েছে। নির্বাচনে আসতে বিএনপির সমস্যা কোথায়? 

সর্বশেষ খবর