সোমবার, ৮ মে, ২০২৩ ০০:০০ টা

গায়ের জোরে নির্বাচন করা যাবে না : ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গায়ের জোরে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নির্বাচন করা যাবে না। তিনি বলেন, বেশির ভাগ রাজনৈতিক দল আমরা একমত হয়েছি এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাব না। আমরা চাই কোনো দলীয় সরকারের অধীনে নয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন।

গতকাল ঠাকুরগাঁও রুহুল আমিন মিলনায়তন হলরুমে সদর উপজেলা বিএনপির কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথির                বক্তব্যে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, যারা পদে পদে দেশের জনগণকে বিএনপি আওয়ামী লীগ দুই ভাগে ভাগ করে তারা জনগণের সরকার হতে পারে না। এই সরকার আওয়ামী লীগের সরকার, জনগণের সরকার নয়। বিএনপি মহাসচিব বলেন, যারা জনগণের স্বার্থের কথা চিন্তা করে না, জনগণের আশা-আকাক্সক্ষা ধ্বংস করে দিয়েছে, জনগণ তাদের আর ক্ষমতায় দেখতে চায় না। তাই আমাদের দাবি সরকারকে পদত্যাগ করতে হবে, ঠুঁটো জগন্নাথ সংসদ বাতিল করতে হবে, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর