মঙ্গলবার, ৯ মে, ২০২৩ ০০:০০ টা

চীনই মিয়ানমারকে রাজি করাতে পারে

ওয়ালিউর রহমান

কূটনৈতিক প্রতিবেদক

চীনই মিয়ানমারকে রাজি করাতে পারে

সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান বলেছেন, বর্তমান বিশ্ব বাস্তবতায় একমাত্র চীনই পারে রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে রাজি করাতে। কারণ মিয়ানমার জাতিসংঘ মানে না, নিরাপত্তা পরিষদ মানে না, স্যাংশন মানে না। তাদের রাজি করানো বা বাধ্য করানোর ক্ষমতা একমাত্র চীনেরই আছে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন।

ওয়ালিউর রহমান বলেন, এখন চীনের মধ্যস্থতায় রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর কথা হচ্ছে। কিন্তু ২০১৭ সালের পর থেকে মিয়ানমারের সঙ্গে যত লিখিত ও অলিখিত চুক্তি হয়েছে তার কোনোটাকেই মিয়ানমার ‘সম্মান’ করেনি। তাই বার বার হাত পুড়িয়ে এবারও তারা ফেরত নেবে এটা বিশ্বাস করতে কষ্ট হয়। তবে যেহেতু চীন মিয়ানমারকে অস্ত্র দেয়, গুলি দেয়, কামান দেয় অর্থাৎ মিয়ানমার সরকারকে তাদের যা প্রয়োজন সবই দেয়, সেহেতু মিয়ানমারের ওপর চীনের প্রভাব প্রশ্নাতীত। এবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরের আগে গত সপ্তাহে মিয়ানমারের সঙ্গেও কথা বলে গেছেন। এরপর ঢাকায় চীনের রাষ্ট্রদূতও তৎপর হয়েছেন। কাজেই চীন মিয়ানমারকে কতটা সামনে ঠেলবে, সেটাই এখন দেখার বিষয়। তবে সাবেক এই রাষ্ট্রদূত বলেন, সত্যিকার অর্থে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের যে ধরনের মানসিকতা থাকা প্রয়োজন, তা দেখা যাচ্ছে না। লাখ লাখ রোহিঙ্গাদের মধ্যে মাত্র কয়েক শ রোহিঙ্গার ফেরত যাওয়ার বিষয়ে কথা হচ্ছে, এটা সত্যিকার আলোচনার ভাষা হতে পারে না। পুরো প্রক্রিয়াটাও এখনো পরিষ্কার নয়। আবার পশ্চিমা দেশগুলোর অবস্থানের কারণেও বিষয়টা জটিল।

সর্বশেষ খবর