মঙ্গলবার, ৯ মে, ২০২৩ ০০:০০ টা

আন্তর্জাতিক মহল করছে রাজনীতি

ড. দেলোয়ার হোসেন

কূটনৈতিক প্রতিবেদক

আন্তর্জাতিক মহল করছে রাজনীতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ও খ্যাতিমান আন্তজার্তিক বিশ্লেষক ড. দেলোয়ার হোসেনের মতে, আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি মহল কক্সবাজারের ক্যাম্পে থাকা রোহিঙ্গাদের নিয়ে রাজনীতি করছে। এ কারণে তাদের প্রত্যাবাসন প্রক্রিয়া অনেক সময় কঠিন হয়ে যাচ্ছে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন। ড. দেলোয়ার হোসেন বলেন, দুর্ভাগ্যজনকভাবে আমরা খেয়াল করছি আন্তর্জাতিক বিভিন্ন মহল রোহিঙ্গাদের নিয়ে নিজস্ব আঙ্গিকের রাজনীতি করছে। এ মহলগুলো কতটা বাংলাদেশের স্বার্থ দেখবে, বা রোহিঙ্গাদের স্বার্থ দেখবে তা বলা মুশকিল। রোহিঙ্গারা যে পরিবেশ থেকে মিয়ানমারের সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে এসেছে, তাদের সেই পরিবেশের চেয়ে কিছুটা উন্নত পরিবেশেই ফেরত যাওয়ার কথা। কারণ, মিয়ানমারের যে রাষ্ট্রব্যবস্থা তা তো রাতারাতি পরিবর্তন হবে না। আগামী ১০-২০ বছরেও এর পরিবর্তন নাও হতে পারে। যেখানে জান্তারা দিনের পর দিন মানুষ হত্যা করছে, সেখানে রোহিঙ্গাদের একেবারে পরিপূর্ণ নাগরিকত্ব দিয়ে ভিন্ন মর্যাদায় ফেরত নেবে এমন আশা একেবারেই বাস্তবসম্মত নয়। এটা রোহিঙ্গাদের জন্য ক্ষতিকর চিন্তা। আগে তারা যে মর্যাদায় ছিল সেটা নিশ্চিত করাই এখন গুরুত্বপূর্ণ।

ড. দেলোয়ার বলেন, রোহিঙ্গাদেরও ভাবতে হবে, তারা যদি এখন প্রত্যাবাসন শুরু না করে বা না যায় তাতে মিয়ানমারেরই লাভ। কারণ, মিয়ানমার সবসময়ই রোহিঙ্গারা যেন না আসে সেটাই চায় এবং তারা এ জন্য বিভিন্ন ধরনের চাপও তৈরি করে। মিয়ানমার চাইবেই রোহিঙ্গারা বলুক যে মর্যাদা তৈরি হয়নি, পরিবেশ তৈরি হয়নি এবং না আসুক। এখন মিয়ানমারকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা দরকার। এটা ঠিক এক দেড় হাজার রোহিঙ্গা ফিরলেই সমস্যার সমাধান হবে না। তবে মিয়ানমারকে এটা বলা যাবে যে, তোমরা তোমাদের নাগরিকদের স্বীকৃতি দিয়েছ, এখন বাকিদের বিষয়েও ব্যবস্থা নাও।

সর্বশেষ খবর