মঙ্গলবার, ৯ মে, ২০২৩ ০০:০০ টা

অংশগ্রহণমূলক ভোটে আন্তরিক

নিজস্ব প্রতিবেদক, খুলনা

অংশগ্রহণমূলক ভোটে আন্তরিক

আহসান হাবিব খান

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.) বলেছেন, নির্বাচন কমিশন অংশগ্রহণমূলক নির্বাচনে আন্তরিক। প্রতিটি নির্বাচনের ব্যাপারে নির্বাচন কমিশন খুবই সতর্ক রয়েছে। আমরা পাঁচ সিটিতে সুষ্ঠু সুন্দর অবাধ ও পক্ষপাতিত্ববিহীন নির্বাচন জাতিকে উপহার দিতে চাই। স্বচ্ছতার সঙ্গে সুন্দরভাবে আমরা নির্বাচন করব। সে লক্ষ্যে আমাদের চেষ্টা চলছে। তিনি বলেন, সবার সহযোগিতায় সম্মিলিতভাবে আমরা খুলনা শহরকে পোস্টারমুক্ত করেছি। সবার সহযোগিতায় এখানে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল তিনি খুলনায় জেলা প্রশাসকের কার্যালয়ে সিটি নির্বাচন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। সভায় জেলা প্রশাসক, রিটার্নিং কর্মকর্তা, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান আরও বলেন, আচরণবিধি যথাযথভাবে প্রতিপালনই হচ্ছে অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের পূর্বশর্ত। আচরণবিধির যথাযথ প্রয়োগ ও প্রতিপালন বিষয়ে তিনি সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, প্রত্যেকটি রাজনৈতিক দলকে আমরা সংলাপের আমন্ত্রণ জানিয়েছিলাম। এক্ষেত্রে আমাদের প্রচেষ্টার কোনো ঘাটতি ছিল না। যারা সংলাপে আসেনি পরবর্তীতে আমরা ফোন দিয়ে তাদের সঙ্গে কথা বলেছি, অনানুষ্ঠানিকভাবে হলেও তাদের আলোচনায় আসতে কথা বলতে আহ্বান করা হয়েছে। সভায় বিশেষ অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র সবই নির্বাচন ব্যবস্থার মাধ্যমে সুনিশ্চিত হয়। নির্বাচন অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ হতে হবে। মানুষের কাছে গ্রহণযোগ্য হতে হবে। এ জন্য আমাদের সবাইকে আন্তরিকতা, সততা ও নিষ্ঠা দিয়ে কাজ করতে হবে। তিনি বলেন, সিটি করপোরেশন নির্বাচনে সিসিটিভি ক্যামেরা থাকবে। আমরা এমন কোনো কাজ করিনি যা সমাজে নেগেটিভ বার্তা বয়ে আনবে। আমরা সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন করতে পারব। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।

সর্বশেষ খবর