মঙ্গলবার, ৯ মে, ২০২৩ ০০:০০ টা

সংবিধান মেনে সংসদ নির্বাচন

নিজস্ব প্রতিবেদক

সংবিধান মেনে সংসদ নির্বাচন

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী বলেছেন, যথাযথ সময়ে সাংবিধানিক প্রক্রিয়ায় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, নির্বাচন নিয়ে অনেকেই অনেক কথা বলেন। দেশে গণতন্ত্র আছে। নির্বাচন সময়মতো হবে। সাংবিধানিক উপায়ে হবে। শেখ হাসিনা কোনো দিন পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেননি। আজকে জাতিসংঘে তিনি যে যাচ্ছেন, সেখানে তার যে সম্মান তা আমাদের সম্মান। বঙ্গবন্ধু দুস্থকল্যাণ সংস্থার সভাপতি মাহাবুব হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ রোকন উদ্দিন পাঠানের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সহসভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা এম এ করিম, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুন নবী বাকী, ড. এম এ ওয়াজেদ মিয়া কল্যাণ পরিষদ রংপুর চেয়ারম্যান মাকসুদুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু প্রমুখ।

সর্বশেষ খবর