মঙ্গলবার, ৯ মে, ২০২৩ ০০:০০ টা

জাতিসংঘ কর্মকর্তার সঙ্গে বৈঠকে বিএনপি নেতারা

রাজনীতি ও নির্বাচন নিয়ে আলোচনা

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা। এ সময় তাদের মধ্যে দেশের রাজনীতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, অর্থনীতিসহ সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে। গতকাল দুপুরে রাজধানীর গুলশানে গোয়েন লুইসের বাসভবনে এ বৈঠক হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী ও শামা ওবায়েদ। জাতিসংঘের আবাসিক সমন্বয়ক বিএনপির এই তিন সদস্যের প্রতিনিধি দলকে মধ্যাহ্নভোজের দাওয়াত দিয়েছিলেন। বৈঠকে বাংলাদেশের রাজনীতি, আসন্ন সংসদ নির্বাচন, অর্থনৈতিক, সামাজিক ও আইনশৃঙ্খলা

পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে একজন প্রতিনিধি জানিয়েছেন। তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে এসব বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়েছে। সংসদ নির্বাচনের বিষয়েও বিএনপির পক্ষ থেকে জনদাবির কথা উল্লেখ করা হয়। এর আগে গত বছরের ১২ জুলাই বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস।

সর্বশেষ খবর