বুধবার, ১০ মে, ২০২৩ ০০:০০ টা

ইভিএম হচ্ছে স্বচ্ছতার প্রতীক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ইভিএম হচ্ছে স্বচ্ছতার প্রতীক

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান বলেছেন, ইভিএম দিয়ে ৬০০ নির্বাচন হয়েছে। একজন প্রার্থীও তো গেল না কোর্টে যে ইভিএম ভুল। তিনি বলেন, ‘ইভিএম নিয়ে ওপেনলি সব দলকে বলেছি, আপনারা দেশ-বিদেশের এক্সপার্ট নিয়ে আসেন। দেখেন কিছু করা যায় কি না। তার পরও এ সন্দেহটা কেন থাকবে? আমি চ্যালেঞ্জ দিচ্ছি- ইভিএম হচ্ছে স্বচ্ছতার প্রতীক। ইভিএম দিয়ে কোনো কিছু করা সম্ভব নয়।’

১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে গতকাল দুপুরে জেলা প্রশাসনের সভাকক্ষে বিভাগীয় ও জেলা প্রশাসন, মেট্রোপলিটন পুলিশ, সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি সংস্থার এক প্রস্তুতিমূলক সভায় এসব কথা বলেন তিনি। আহসান হাবিব খান বলেন, ‘একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, পক্ষপাতহীন ও প্রভাবমুক্ত নির্বাচন করতে হলে যা যা দরকার সেই কাজগুলো আমরা পরিকল্পিতভাবে এবং সবাই ঐকমত্য হয়ে- ওপরে আল্লাহ আর নিচে বিবেক-বিবেচনা দিয়ে করব।’ নির্বাচন কমিশন ভোট কেন্দ্রে সাংবাদিকদের অবাধ বিচরণ নিশ্চিত করবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। সভায় মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম, রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার খন্দকার আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, রিটার্নিং কর্মকতা মো. হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর