বুধবার, ১০ মে, ২০২৩ ০০:০০ টা

বিরোধীদের নামে প্রায় ৩ হাজার ডিজিটাল মামলা : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সারা দেশে বিএনপিসহ বিরোধী মতের নেতা-কর্মীদের নামে ১ লাখ ১১ হাজার ৫৪৩টিরও বেশি মামলা দায়ের করা হয়েছে। আসামির সংখ্যায় প্রায় ৩৯ লাখ ৭৮ হাজার ৪৮১ জনের বেশি। এসব মামলার মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনে প্রায় ৩ হাজার মামলা দায়ের করা হয়েছে। গতকাল দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, রাজপথেই জনগণের দাবির ফয়সালা করা হবে। সারা দেশের মানুষ তাদের অধিকার আদায়ের জন্য রাজপথে ঐক্যবদ্ধ হয়েছেন। সরকারের কোনো ধরনের ষড়যন্ত্র, দমন, প্রলোভন এই আন্দোলনকে বিভ্রান্ত, বাধাগ্রস্ত করতে পারবে না। মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ গণতন্ত্র, মৌলিক অধিকার তথা অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা এবং ভোটের অধিকার প্রয়োগসহ মুক্তমত প্রকাশের জন্য স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করে রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে। আজকে সেই দেশে, মানুষের সব অধিকার হরণ করা হয়েছে। চলছে দুর্নীতি আর মিথ্যাচারের এক মহোৎসব। সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য বিরোধী মতের নেতা-কর্মীদের ওপর বিভিন্ন কৌশলে নির্যাতন, নিপীড়নের যাত্রা শুরু করেছে। তিনি বলেন, এই অবৈধ সরকারের অধীনে কোনো নির্বাচনই নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে না। জনগণ স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না। সংসদ ভেঙে দিয়ে এই অবৈধ সরকারকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি আজ গণদাবিতে পরিণত হয়েছে। মির্জা ফখরুল বলেন, সর্বশেষ আশ্রয়স্থল বিচার বিভাগকে দলীয়করণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় বিএনপির শতাধিক নেতা-কর্মীকে নিম্ন আদালত কারাগারে প্রেরণ করেছে, যা আইনের শাসনের পরিপন্থী। তিনি বলেন, ইতোমধ্যে অনেক কেন্দ্রীয় নেতাকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে দীর্ঘদিন বন্দি রেখেছে। এ ছাড়া অসংখ্য নেতা-কর্মীকে সাবেক বিচারপতি আওয়ামী লীগ নেতা শামসুদ্দিন মানিকের দায়ের করা মিথ্যা মামলায় মাসের পর মাস কারাগারে আটক রেখেছে।

বিএনপির এই মুখপাত্র বলেন, সরকার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ফরমায়েশী রায় দিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন অব্যাহত রেখেছে। নতুন করে বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ডা. জোবাইদা রহমানসহ জিয়া পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সাজা দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

 

 

সর্বশেষ খবর