শিরোনাম
শুক্রবার, ১২ মে, ২০২৩ ০০:০০ টা

ইভিএমে মানুষের আস্থা নেই

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ইভিএমে মানুষের আস্থা নেই

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, ইভিএম ভালো জিনিস এটা আমরাও বুঝি। তাদের উদ্দেশ্যটা ভালো দেখছি না। যখনই ইভিএম হয় জনগণ ভোট দেয় একদিক, রেজাল্ট দেখি আরেক দিক। তাই ইভিএমে মানুষের আস্থা নেই। ব্যালটে অনিয়ম হলে একটা সাক্ষী প্রমাণ থাকত। ইভিএমএ কারচুপি হলে সাক্ষী প্রমাণ নেই। বরিশালে এক সংক্ষিপ্ত সফরে গতকাল দুপুরে নগরীর উপকণ্ঠ জেলার সীমান্তবর্তী রহমতপুর এলাকায় জাতীয় পার্টির এক পথসভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও স্থানীয় সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুর সভাপতিত্বে পথসভায় প্রধান বক্তা ছিলেন মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি। বিশেষ অতিথি ছিলেন কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমীন হাওলাদার এবং বিসিসি নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস। এ ছাড়া স্থানীয় নেতারা পথসভায় বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর