সোমবার, ১৫ মে, ২০২৩ ০০:০০ টা

ঝড়ের মধ্যে জন্ম হওয়া শিশুর নাম মোখা

কক্সবাজার প্রতিনিধি

ঘূর্ণিঝড় মোখা নিয়ে যখন তীব্র আতঙ্ক, তখন কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী এয়ার আলী খান আদর্শ উচ্চবিদ্যালয় আশ্রয় কেন্দ্রে জয়নব বেগমের (১৯) প্রসব বেদনা শুরু হয়। এ অবস্থায় শনিবার বিকালে তাকে ঝড়ের মধ্যেই নেওয়া হয় পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আর সেখানেই তিনি গতকাল সকালে জন্ম দেন নবজাতকের। এ নবজাতকের নাম রাখা হয়েছে ‘মোখা’। জয়নবের এটিই প্রথম সন্তান। জয়নব বেগম উপজেলার রাজাখালীর বামুলাপাড়া এলাকার মোহাম্মদ আরকানের স্ত্রী। বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে অন্তঃসত্ত্বা এ গৃহবধূ শনিবার রাতে এয়ার আলী খান আদর্শ উচ্চবিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছিলেন। আশ্রয় কেন্দ্রে আসার কয়েক ঘণ্টা পরই তার প্রসববেদনা শুরু হয়। তখন তাকে হাসপাতালে নেওয়ার জন্য কোনো পরিবহন পাওয়া যাচ্ছিল না। জানা গেছে, এ খবর পেয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার গভীর রাতে আশ্রয় কেন্দ্রে গিয়ে পুলিশের গাড়িতে করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তারপর ভোরে জয়নব এক পুত্রসন্তানের জন্ম দেন। আশ্রয় কেন্দ্রে ঠাঁই নেওয়া লোকজনের ভাষ্য থেকে জানা গেছে, মোখার প্রভাব শুরু হওয়ার পর রাত ৯টার দিকে আশ্রয় কেন্দ্রে যান জয়নব বেগম। রাত দেড়টার দিকে তার প্রসববেদনা শুরু হয়। এরপর খবর পেয়ে পেকুয়া থানার ওসি মোহাম্মদ ওমর হায়দার নিজের গাড়িতে করে ১০ কিলোমিটার দূরে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, ওই নারী স্বাভাবিকভাবে সন্তান জন্ম দিয়েছেন। মা ও ছেলে সুস্থ আছে।

জয়নবের স্বামী মোহাম্মদ আরকান বলেন, ঘূর্ণিঝড় মোখার নাম অনুসারে আমার ছেলের ডাকনাম ‘মোখা’ রাখা হয়েছে। ছেলের জন্মের খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য জাফর আলম ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার ৫ হাজার টাকা অর্থসহায়তা দিয়েছেন। এ ছাড়া ওসি আশ্রয় কেন্দ্রে থাকা সবাইকে মিষ্টি খাইয়েছেন। ছেলের জন্য কাপড় নিয়ে এসেছেন।

সর্বশেষ খবর