সোমবার, ১৫ মে, ২০২৩ ০০:০০ টা

গ্যাস পুরোপুরি স্বাভাবিক ১০-১২ দিনে : প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আগামী দু-এক দিনের মধ্যে লোডশেডিং পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। গতকাল সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। ঘূর্ণিঝড়ের কারণে বিদ্যুতে কোনো প্রভাব পড়ছে কি না জানতে চাইলে তিনি বলেন, প্রভাব পড়বে। কিছু কিছু জায়গায় লোডশেডিং থাকবে, তবে খুব বেশি না। আমার কাছে মনে হয় অস্বাভাবিক পরিস্থিতি যেটা তৈরি হয়েছে তা গত শনিবার রাত থেকে। এটি হয়তো আমরা কাভার করতে পারব। আগামী দুই দিনের মধ্যে আমরা একটা ভালো অবস্থায় যেতে পারব। বিদ্যুতের ক্ষয়ক্ষতির ব্যাপারটা আমরা মনিটর করছি। তিনি আরও বলেন, দুই দিনের মধ্যে গ্যাস সরবরাহের উন্নতি হবে। তবে পুরোপুরি স্বাভাাবিক হতে সময় লাগবে ১০ থেকে ১২ দিন। গভীর সমুদ্রে থাকা এলএনজি টার্মিনাল দুটি সরিয়ে নেওয়া হয়েছিল। এর মধ্যেই একটি টার্মিনাল দুই দিনের মধ্যে চালু হবে। পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় অন্যটি চালু করতে সময় লাগবে। এ কারণেই গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে। প্রসঙ্গত ঘূর্ণিঝড় মোখার প্রভাবে মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনাল হতে গত ১২ মে রাত ১১টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এতে চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলে গ্যাস সরবরাহ বিঘিœত হচ্ছে। একই কারণে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় প্রায় সারা দেশে লোডশেডিং হচ্ছে। এদিকে চট্টগ্রাম থেকে নিজস্ব প্রতিবেদক জানান, মোখার কারণে এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় মানুষের যে দুর্ভোগ তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে ৬-৭ দিন সময় লাগবে। গ্যাস সরবরাহকারী সংস্থা কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. (কেজিডিসিএল) সূত্র জানায়, আজ সোমবার রাতের মধ্যে একটি টার্মিনাল চালু হলে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে পারে। টার্মিনাল বন্ধ থাকায় চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। বাসা বাড়ি ও হোটেল রেস্টুরেন্টগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বিপাকে পড়েন গ্রাহক। অনেকে ইলেকট্রিক ও লাকড়ির চুলায় রান্না করেন। গ্যাসের অভাবে নগরীতে সিএনজিচালিত অটোরিকশা ও বাস চলাচল বন্ধ ছিল।

সর্বশেষ খবর