সোমবার, ২৯ মে, ২০২৩ ০০:০০ টা

বিভাগীয় শহরে পদযাত্রা

প্রতিদিন ডেস্ক

বিভাগীয় শহরে পদযাত্রা

খুলনা মহানগরীতে গতকাল বিএনপির পদযাত্রা

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিভাগীয় শহরগুলোতে গতকাল বিএনপির উদ্যোগে পদযাত্রা করা হয়েছে। কর্মসূচির সময় চট্টগ্রাম ছাড়া অন্য কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। চট্টগ্রামে পদযাত্রা শেষে বিএনপির নেতা-কর্মীরা পুলিশের ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগর বিএনপির পূর্ব ঘোষিত পদযাত্রা কর্মসূচি শেষে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করার অভিযাগে উঠেছে। গতকাল বাকলিয়া এক্সেস রোড থেকে যাত্রা করেন বিএনপির সাতটি থানার নেতা-কর্মীরা। এতে অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত বলেন, বিএনপির কোনো নেতা-কর্র্মী কারও ওপর হামলা করেনি। আমাদের কর্মসূচি শেষে সবাই সুশৃঙ্খলভাবে চলে গেছে। অন্যদিকে সিএমপির অতিরিক্ত উপকমিশনার (উত্তর) আরাফাতুল ইসলাম বলেন, বিএনপির কর্মসূচি শেষে পুলিশের ওপর হামলা করা হয়। পুলিশের ওপর তারা ঢিল ও ইটপাটকেল ছোড়ে। আমরা বিষয়টি তদন্ত করছি, জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর আগে নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্করের নেতৃত্বে পদযাত্রায় কেন্দ্রীয় নেতা বরকত উল্লাহ বুলু বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, একটি অবৈধ সরকারের কবল থেকে দেশকে রক্ষা করা, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সংগ্রাম করার জন্য আমরা মাঠে নেমেছি। আমরা আশা করি অচিরেই এ সরকার একটি তত্ত্বাবধায়ক সরকার প্রণয়ন করবে, যে সরকারের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হবে। কুমিল্লা : কুমিল্লা মহানগর বিএনপি পদযাত্রা করেছে। বিকালে নগরীর কান্দিরপাড়ে এ পদযাত্রা করে তারা। পদযাত্রার একপর্যায়ে নেতা-কর্মীরা পুলিশের বাধার মুখে পড়েন। দলীয় সূত্র জানায়, বিএনপির পদযাত্রাটি নগরের ভিক্টোরিয়া কলেজ রোডে বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে লিবার্টি মোড়ে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় বিএনপির নেতা-কর্মীরা স্লোগান দিতে থাকেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রেখে কর্মসূচি শেষ করেন নেতা-কর্মীরা। বরিশাল : বরিশালে পদযাত্রা করেছে মহানগর বিএনপি। গতকাল বেলা ১২টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে তারা। রাজশাহী : রাজশাহীতে সমাবেশ ও পদযাত্রা করেছে মহানগর বিএনপি। বেলা সাড়ে ১১টায় নগরীর ভুবনমোহন পার্কে সমাবেশ হয়। সমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু, জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। রংপুর : রংপুরে পদযাত্রা কর্মসূচি পালন করেছে রংপুর মহানগর বিএনপি। বিকালে  গ্রান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি পদযাত্রা বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে সমাবেশ করা হয়। ময়মনসিংহ : ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে ময়মনসিংহ জেলা বিএনপির উদ্যোগে এক জনসমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ যত জুলুম করবে, বিএনপি তত শক্তিশালী হবে। স্বাধীনতার পর প্রথমবারের মতো স্যাংশন এসেছে। এ স্যাংশন র‌্যাবের ওপর, কর্মকর্তাদের ওপর অর্থাৎ সরকারের ওপর। আওয়ামী লীগ এখন রাজনৈতিকভাবে সম্পূর্ণ পরাজিত হয়ে গেছে। এখন তাদের কোনো রাজনৈতিক অস্তিত্ব নেই। খুলনা : খুলনা মহানগরীর কে ডি ঘোষ রোডে বিএনপির পদযাত্রাপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, হাত দিয়ে যেমন সূর্যের কিরণ ঠেকানো যায় না, নদীর ঢেউয়ে যেমন বাঁধ দেওয়া যায় না, ঠিক তেমনই শুরু হয়েছে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম, সে আন্দোলন-সংগ্রামে অচিরেই সরকারের পতন হবে।

সর্বশেষ খবর