বুধবার, ৩১ মে, ২০২৩ ০০:০০ টা

আবাহনীকে হারিয়ে চ্যাম্পিয়ন মোহামেডান

ক্রীড়া প্রতিবেদক

৮ গোলের শ্বাসরুদ্ধকর ফাইনাল। ম্যাচে হ্যাটট্রিকসহ ৪ গোল করেন মোহামেডানের মালির স্ট্রাইকার সোলেমান দিয়াবাতে। চোখ ধাঁধাঁনো, অবিশ্বাস্য ও নজরকাড়া ফাইনালের শিরোপা নির্ধারিত হয় টাইব্রেকারে। চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে ফেডারেশন কাপের ফাইনাল ঐতিহ্যবাহী মোহামেডান টাইব্রেকারে ৪-২ গোলে জিতে ৯ বছর পর শিরোপাখরা ঘুচিয়েছে। সাদা-কালো শিবির ফেডারেশন কাপের শিরোপা জিতেছে ২০০৯ সালের পর। সব মিলিয়ে ফেডারেশন কাপের ইতিহাসে ক্লাবটির এটা ১১ নম্বর শিরোপা। রানার্সআপ হলেও আবাহনী এখন পর্যন্ত সর্বাধিক ১২বার শিরোপা জিতেছে। কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে টানটান উত্তেজনার ফাইনালটি নির্ধারিত ১২০ মিনিট ৪-৪ গোলে ড্র ছিল। ফেডারেশন কাপের ফাইনালের ৩৪ বছরের ইতিহাসে এই প্রথম কোনো ফুটবলার হ্যাটট্রিক করেছেন। স্বাধীনতা পরবর্তীকালে লিগ, টুর্নামেন্ট মানেই ফাইনালে প্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান। ২০০৭ সালে পেশাদার লিগ শুরুর পর মোহামেডান তাল হারিয়ে ফেলেছে। ধীরে ধীরে পেছনে পড়ে যেতে থাকে। গত ১৪ বছরে ক্লাবটি মাত্র সব মিলিয়ে চারটি শিরোপা জিতেছে। ২০০৯ সালে ফেডারেশন কাপের ফাইনালে আবাহনীকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। কাকতালীয়ভাবে ১৪ বছর পর ফাইালে সেই আবাহনীকে টাইব্রেকারে হারায়। ২০১৪ সালে স্বাধীনতা কাপে ফেনী সকার ক্লাবকে ১-০ গোলে হারিয়ে সর্বশেষ শিরোপা জিতেছিল সাদা-কালো শিবির। তার আগের বছর ২০১৩ সালে কোটি টাকার সুপার কাপ জিতেছিল মোহামেডান শেখ রাসেলকে হারিয়ে। গতকালের ফাইনালে আবাহনীর ৪ শট মিস করেছেন রাফায়েল অগাস্টো ও ড্যানিয়েল কলিনড্রেজ। দুটি গোল করেন এমেকা ওগবাহ ও মোহাম্মদ ইউসুফ। মোহামেডানের পক্ষে ৫ শটে চার গোল করেন সোলেমান দিয়াবাতে, আলমগীর কবির রানা, রজার দুরাতে দি অলিভিয়েরা ও কামরুল ইসলাম এবং মিস করেন শাহরিয়ান ইমন। নির্ধারিত ৯০ মিনিটের ম্যাচে প্রথমার্ধে ফাহিম ও কলিনড্রেসের ২-০ গোলে এগিয়েছিল আবাহনী। দ্বিতীয়ার্ধে ৫৪ ও ৬০ মিনিটে সোলেমান দিয়াবাতে গোল করে সমতা আনেন। ৬৬ মিনিটে আবাহনীকে এগিয়ে নেন এমেকা। দিয়াবাতে হ্যাটট্রিক করেন ৮৩ মিনিটে এবং ১০৫ মিনিটে ব্যবধান ৪-৩ করেন দিয়াবাতে। শেষ মুহূর্তে আবাহনীর পক্ষে সমতা আনেন রহমত মিয়া (৪-৪)।

সর্বশেষ খবর