শুক্রবার, ২ জুন, ২০২৩ ০০:০০ টা

করারোপ বাড়াবে বাড়ি ফ্ল্যাটের খরচ

নিজস্ব প্রতিবেদক

২০২৩-২৪ অর্থবছরের বাজেট প্রস্তাবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল রাজউক (ঢাকা) ও সিডিএ (চট্টগ্রাম) আওতাধীন এলাকায় এবং এর বাইরে জমি নিবন্ধনের সময় ‘যৌক্তিকভাবে’ উৎসে করহার বাড়ানোর প্রস্তাব করেছেন। এতে বাজেটে বাড়ি ও ফ্ল্যাট তৈরির খরচ বেড়ে যাওয়ার আশঙ্কা করছে রিহ্যাব।

গতকাল সংসদে পেশ করা বাজেটে সিমেন্টসহ গৃহনির্মাণের বিভিন্ন উপকরণের শুল্কহার বাড়ানোর প্রস্তাবও দিয়েছেন অর্থমন্ত্রী। এ ছাড়া সিমেন্টের ক্লিংকার আমদানিতে প্রতি টনের বিপরীতে কর ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৭০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। বাণিজ্যিক আমদানিকারকদের জন্য কর ৭৫০ টাকা থেকে বাড়িয়ে ৯৫০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। এতেও বেড়ে যেতে পারে সিমেন্টের দাম। লিফট আমদানিতে শুল্ক বেড়ে হচ্ছে তিনগুণ। এ পণ্যটির ব্যবহার বহুলাংশে আমদানির ওপর নির্ভরশীল। তবে দেশেও এখন উৎপাদন শুরু হয়েছে। তাই আমদানির ক্ষেত্রে শুল্ক বাড়াতে চায় সরকার। এখন বহুতল ভবনগুলোর ক্ষেত্রে লিফট অপরিহার্য হয়ে উঠেছে। আর এর শুল্ক বাড়লে বাড়বে দাম। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ‘বর্তমানে কিছু দেশিয় শিল্প প্রতিষ্ঠান লিফট উৎপাদন শুরু করেছে। কিন্তু সম্পূর্ণ অবস্থায় আমদানিকৃত লিফট এবং উত্তোলক যন্ত্র আমদানিতে ৫ শতাংশ আমদানি শুল্ক বিদ্যমান রয়েছে। দেশে ভারী শিল্পের প্রসারের স্বার্থে এসব পণ্য আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক বৃদ্ধি করে ১৫ শতাংশ করার প্রস্তাব করছি।’ এর বাইরে অ্যালুমিনিয়াম ও অ্যালুমিনিয়ামের তৈরি কিচেন বা অন্যান্য গৃহস্থালি তৈজসপত্র, স্যানিটারিওয়্যার এবং যন্ত্রাংশের মূল্য সংযোজন করহার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৭.৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে বাজেটে। বহুতল বিপণিবিতানে চলন্ত সিঁড়ি স্থাপনের খরচও বেড়ে যাবে। কারণ এটি আমদানির ক্ষেত্রে শুল্ক ১ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব এসেছে বাজেটে।

 

সর্বশেষ খবর