রবিবার, ৪ জুন, ২০২৩ ০০:০০ টা

কর্মসূচিতে বাধা দেওয়া ব্যক্তিদের তথ্য সংগ্রহে বিএনপির কমিটি

নিজস্ব প্রতিবেদক

কর্মসূচিতে বাধাদানকারীদের তথ্য সংগ্রহে কমিটি করেছে বিএনপি। এই কমিটির সংগ্রহ করা তথ্য পরীক্ষা করে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংরক্ষণ করবে দলটি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে। সদস্যরা হলেন- যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, প্রচার সম্পাদক শহিদ উদ্দীন চৌধুরী এ্যানী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, নির্বাহী কমিটির সদস্য আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, বজলুল করিম চৌধুরী আবেদ, আকরামুল হাসান, মো. আবদুস সাত্তার পাটোয়ারী, ফজলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামল, কামরুজ্জামান দুলাল, যুবদলের সহসভাপতি রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মো. মাহবুবুর রহমান ও সালাহ উদ্দিন খান। গতকাল রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী জানান, সারা দেশে চলমান বিএনপির কর্মসূচিতে বাধা ও সহিংসতায় জড়িত ব্যক্তিদের নাম, ভিডিও-অডিও রেকর্ড, ফটোগ্রাফ ইত্যাদি তথ্য সংগ্রহের জন্য ‘তথ্য সংগ্রহ কমিটি’ গঠন করা হয়েছে। কমিটির সংগ্রহ করা তথ্য পরীক্ষা করে যথাসমীচীন ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংরক্ষণ করা হবে।

সর্বশেষ খবর