সোমবার, ১২ জুন, ২০২৩ ০০:০০ টা
বঙ্গবীর কাদের সিদ্দিকী

ইউনূসকে হয়রানি করা হচ্ছে কর ফাঁকির মামলায়

টাঙ্গাইল প্রতিনিধি

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, নোবেলজয়ী ড. ইউনূস দেশের সম্পদ। তাঁকে রাষ্ট্র সম্মান দেখালে বাংলাদেশ বিশ্বদরবারে অনেক বেশি সম্মানিত হবে এবং বড় বড় দেশ আমাদের সমীহ করবে। ড. ইউনূসকে কর ফাঁকির মামলায় যেভাবে হয়রানি করা হচ্ছে, এটি দেশের জন্য শুভ নয়। রবিবার টাঙ্গাইল প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতের            সময় বঙ্গবীর এ কথা বলেন। তিনি আরও বলেন, ড. ইউনূসকে যদি সরকার দেশের জন্য কাজে লাগাতে পারত, তাহলে আমেরিকাসহ বড় বড় রাষ্ট্রের বৈরী আচরণ থাকত না। ড. ইউনূসের ইমেজের কারণে সব রাষ্ট্র বাংলাদেশের পাশে থাকত। বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, কল্যাণ ট্রাস্টের অর্থের জন্য কর দিতে হয় না। ড. ইউনূস যদি তাঁর অর্থ কল্যাণ ট্রাস্টে দিয়ে থাকেন, তা হলে তাঁর ওই অর্থ করমুক্ত। উদাহরণ হিসেবে তিনি বলেন, কুমুদিনী কল্যাণ ট্রাস্ট গঠন করার কারণে তাদের কোনো ব্যবসা-বাণিজ্যের কর দিতে হয় না। এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা বীরপ্রতীক ও কেন্দ্রীয় সদস্য ফরিদ আহমেদসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর