সোমবার, ১২ জুন, ২০২৩ ০০:০০ টা

বর্তমান পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়

নিজস্ব প্রতিবেদক

বর্তমান পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়

জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, বর্তমান পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বর্তমান পদ্ধতির পরিবর্তন হলেই সুষ্ঠু নির্বাচন হতে পারে। কী পদ্ধতি হয় সেটার ওপর অনেক কিছু নির্ভর করে। গতকাল বনানীতে পার্টি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। জি এম কাদের বলেন, আমাদের শাসন পদ্ধতিতে সব ক্ষমতা কেন্দ্রীভূত থাকে প্রধানমন্ত্রীর হাতে। প্রধানমন্ত্রীকে তাঁর জায়গায় রেখে কোনো পরিবর্তনকে আমরা পরিবর্তন মনে করি না। তিনি বলেন, আমাদের দেশে সাধারণত প্রধান দুই দলের নেতৃত্বে দুটি জোটের প্রতিদ্বন্দ্বিতা হয়। আমরা ৩০০ আসনে নির্বাচনের জন্যই প্রস্তুতি নিচ্ছি। তবে নির্বাচনের সময়ে আমরা সিদ্ধান্ত নেব।

সর্বশেষ খবর