সোমবার, ১২ জুন, ২০২৩ ০০:০০ টা

গাড়িচাপায় হত্যা ছয় ভাইকে, আমৃত্যু জেল চালকের

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারায় গাড়িচাপায় ছয় ভাইকে হত্যা মামলায় চালককে আমৃত্যু কারাদন্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। গতকাল জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল মামলার একমাত্র আসামি সাইফুলকে আমৃত্যু কারাদন্ডের রায় প্রদান করেন। রায়ে আসামিকে ১ লাখ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে। দন্ডিত সাহিদুল ইসলাম ওরফে সাইফুল বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের সাপেরপাড়ার আলী জাফরের ছেলে। কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম জানান, দন্ডিত সাইফুলের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন। মামলাটি চাঞ্চল্যকর হওয়ায় দ্রুত বিচারিক কার্যক্রম শেষ করা হয়েছে। সার্বিক প্রক্রিয়া শেষ করে মাত্র এক বছর চার মাসের মাথায় রায় ঘোষণা করা হলো। রায় ঘোষণাকালে আসামি আদালতে উপস্থিত ছিলেন। মামলার নথি থেকে জানা যায়, ২০২২ সালের ৮ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৫টার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় বাবার শ্রাদ্ধ উপলক্ষে সাত ভাই ও দুই বোন শ্মশানে পূজা দিতে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে পিকআপের ধাক্কায় পাঁচ ভাই নিহত হন। পরে আহত আরেক ভাই ২২ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় নিহতদের ভাই পল্লব সুশীল বাদী হয়ে চকরিয়া থানায় মামলা করেন। মামলার তদন্তভার প্রথমে হাইওয়ে পুলিশকে দেওয়া হলেও পরে পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়। ঘটনার চার দিন পর ১২ ফেব্রুয়ারি মাদারীপুরে অভিযান চালিয়ে পিকআপভ্যান চালক সাইদুলকে আটক করে র‌্যাব। নিহত ভাইয়েরা হলেন- ডা. অনুপম সুশীল (৪৭), নিরুপম সুশীল (৪৫), দীপক সুশীল (৪০), চম্পক সুশীল (৩০), স্মরণ শীল (২৪) ও রক্তিম শীল।

সর্বশেষ খবর