বুধবার, ১৪ জুন, ২০২৩ ০০:০০ টা

সামাজিক মাধ্যমে ঘৃণা ভয়ংকর : গুতেরেস

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

সামাজিক মাধ্যমে ঘৃণা ভয়ংকর : গুতেরেস

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, তথ্য-প্রযুক্তির অপব্যবহার রোধে অনলাইন তথা সামাজিক যোগাযোগমাধ্যমে লাগাতার  ঘৃণা ও মিথ্যাচারের ভয়ংকর ক্ষতি থেকে এ বিশ্বকে রক্ষায় অবশ্যই সম্মিলিত পদক্ষেপ নিতে হবে। সোমবার একটি গবেষণা প্রতিবেদন উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন। অ্যান্তোনিয়ো গুতেরেস বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশের পরিপ্রেক্ষিতে অনলাইনে যে ধরনের ঘৃণামূলক বক্তব্য, ভুল ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন হচ্ছে, এতে ইতোমধ্যেই অনেক ক্ষতি হয়েছে। দিন যত যাচ্ছে হুমকির আশঙ্কাও বেড়ে চলছে। তাই তথ্য ব্যবহারের আগে এর যথার্থতা, ধারাবাহিকতা ও নির্ভরযোগ্যতা যাচাইয়ের অবকাশ রয়েছে এবং এ দায়িত্ব ব্যবহারকারীদেরই নিতে হবে। তিনি বলেন, আমি আশা করছি তথ্যের গুণগত মান যাচাইয়ের ক্ষেত্রে এই সচেতনতাবোধ জোরদার হবে।  ডিজিটাল প্ল্যাটফরমের মধ্যে রয়েছে সোশ্যাল মিডিয়া চ্যানেল, সার্চ ইঞ্জিন এবং মেসেজিং অ্যাপস। এগুলো বিলিয়ন মানুষকে যুক্ত করেছে। একমাত্র ফেসবুকই ব্যবহার করছে ৩ বিলিয়ন মানুষ। জাতিসংঘ মহাসচিব বলেন, জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ও আর্তমানবতায় ত্রাণ তৎপরতাকেও টার্গেট করে অপপ্রচারণা চালানো হচ্ছে এবং পরিস্থিতিকে আরও বিপজ্জনক করা হচ্ছে।

 

সর্বশেষ খবর