বুধবার, ১৪ জুন, ২০২৩ ০০:০০ টা

টিসিবির কার্ডে ভর্তুকি মূল্যে চাল

নিজস্ব প্রতিবেদক

টিসিবির কার্ডে ভর্তুকি মূল্যে চাল

আগামী জুলাই থেকে টিসিবির ১ কোটি ফ্যামিলি কার্ডধারীর মাঝে তেল, চিনি ও মসুর ডালের পাশাপাশি ৫ কেজি করে চাল দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি বলেন, দেশের এক কোটি কার্ডধারী পরিবারের মাঝে এখন অন্যান্য পণ্যের পাশাপাশি ভর্তুকি মূল্যে চাল দেওয়া হবে। গতকাল রাজধানীর তেজগাঁওয়ে টিসিবির জুন মাসের পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। মন্ত্রী বলেন, টিসিবির মাধ্যমে আমরা প্রতি মাসে এক কোটি পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে তেল, চিনি, মসুর ডাল এবং রমজান মাসে ছোলা ও খেজুর বিতরণ করে থাকি। আগামী মাস থেকে প্রতি কার্ডের বিপরীতে ৫ কেজি করে চাল দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

টিপু মুনশি বলেন, জুন মাসে একজন কার্ডধারী ভোক্তা ৭০ টাকা কেজি দরে এক কেজি চিনি, ৭০ টাকা কেজি দরে ২  কেজি মসুর ডাল এবং ১০০ টাকা লিটার দরে ২ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। তবে টিসিবির চালের মূল্য কত হবে সে সম্পর্কে কিছু জানাননি মন্ত্রী।

সর্বশেষ খবর