বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩ ০০:০০ টা

খালেদা জিয়ার অবস্থা এই ভালো এই খারাপ

নিজস্ব প্রতিবেদক

খালেদা জিয়ার অবস্থা এই ভালো এই খারাপ

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। জ্বর ও পেট ব্যথা সামান্য কিছুটা কমেছে। আরও বেশ কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে গতকাল। সেগুলোর রিপোর্ট দেখে মেডিকেল বোর্ডের সদস্যরা পরামর্শ দিয়েছেন। চিকিৎসকরা নিয়মিত ওষুধপত্র দিচ্ছেন এবং তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন। এ বিষয়ে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘ম্যাডামের’ অবস্থা অপরিবর্তিত রয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। মেডিকেল বোর্ডের সদস্যরা রিপোর্ট দেখে পরামর্শ দিচ্ছেন। সে অনুযায়ী সংশ্লিষ্ট চিকিৎসকরা চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। নতুন কোনো আপডেট নেই। অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বাধীন বোর্ডের সদস্যরা তাঁর স্বাস্থ্যের বিভিন্ন টেস্টের রিপোর্ট নিয়ে পর্যালোচনা করেছেন। এর ভিত্তিতে চিকিৎসকরা তাঁকে ব্যবস্থাপত্র দিয়েছেন।

বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার বলেন, ‘ম্যাডামের’ অনেকগুলো জটিল সমস্যা রয়েছে। ফলে তাঁর শারীরিক অবস্থা এই ভালো তো, এই খারাপ। নিশ্চিতভাবে কিছুই বলা সম্ভব নয়। তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন। অপর একজন চিকিৎসক জানান, বেগম খালেদা জিয়া যেদিন হাসপাতালে ভর্তি হয়েছিলেন, সেদিনের তুলনায় এখন কিছুটা ভালো আছেন। তবে তাঁকে আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হতে পারে। তবে চিকিৎসকরা সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার ওপর সার্বক্ষণিক নজর রাখছেন। হঠাৎ জ্বর ও পেট ব্যথায় অসুস্থ বোধ করলে বিএনপি প্রধানকে গত সোমবার রাত সোয়া ২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে গত ২৯ এপ্রিল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সাবেক এই প্রধানমন্ত্রী লিভার সিরোসিসসহ দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

সর্বশেষ খবর