বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩ ০০:০০ টা

পাল্টাপাল্টি এমপি প্রার্থী জাতীয় পার্টির

নিজস্ব প্রতিবেদক

চিত্রনায়ক ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে পাল্টাপাল্টি প্রার্থী দিয়েছে জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)। দলের প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ তাঁর মুখপাত্র এরশাদ সময়ের পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী মামুনুর রশীদকে মনোনয়ন দিয়েছেন। আর পার্টির চেয়ারম্যান জি এম কাদের দলের পক্ষে মনোনয়ন দিয়েছেন মেজর (অব.) সিকদার আনিছুর রহমানকে।

একপক্ষের দাবি, নিয়ম অনুযায়ী সংসদ নির্বাচনে প্রার্থী মনোনয়ন হয় দলের সভাপতি বা সাধারণ সম্পাদকের স্বাক্ষরে। রওশন এরশাদ জাপার প্রধান পৃষ্ঠপোষক। তাঁর মনোনয়ন দেওয়ার এখতিয়ার নেই।

অপরপক্ষ রওশন এরশাদপন্থিদের দাবি, আদালতের রায় অনুযায়ী সংসদে যিনি নেতৃত্ব দেবেন তিনিই লাঙ্গল প্রতীক বরাদ্দ দেবেন। পাল্টাপাল্টি মনোনয়ন দেওয়ায় কে পাচ্ছেন লাঙ্গল প্রতীক এ নিয়ে দলীয় নেতা-কর্মীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। জানা যায়, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে অংশ নেবে জাপা। এই আসনে জাপার লাঙ্গল প্রতীকের প্রার্থী কে হবেন তা স্পষ্ট করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সাক্ষাৎ করেছেন মসিউর রহমান রাঙ্গার নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল। সিইসির সঙ্গে সাক্ষাৎকালে রওশনপন্থি প্রার্থী কাজী মামুনুর রশীদকে লাঙ্গল প্রতীকের জন্য বিবেচনা করতে অনুরোধ করা হয়েছে। তারা রওশন এরশাদপন্থির পক্ষে দলীয় প্রতীক বিবেচনা করতে আদালতের রায়ের কপি দিয়েছেন। সিইসি আদালতের রায়ের কপি সংশ্লিষ্ট শাখায় পাঠিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে জাপা প্রার্থী হিসেবে মো. মামুনুর রশীদ গতকাল মনোনয়নপত্র জমা দিয়েছেন। দুপুর ১২টায় মসিউর রহমান রাঙ্গাকে নিয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন। এদিকে গতকাল পার্টির চেয়ারম্যান জি এম কাদের জাপা প্রার্থী হিসেবে মেজর (অব.) সিকদার আনিছুর রহমানের নাম ঘোষণা করেছেন।

সংশ্লিষ্টরা বলছেন, একই দলের দুই প্রার্থী হওয়ায় দলীয় প্রতীক নিয়ে বিরোধ সৃষ্টি হতে পারে। রওশন বলয়ের দাবি, সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগ এবং আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের রায় অনুযায়ী সংসদে যিনি নেতৃত্ব দেবেন তিনিই লাঙ্গল প্রতীক বরাদ্দ দেবেন। এতদিন বেগম রওশন এরশাদ মনোনয়ন নিয়ে হস্তক্ষেপ করেননি। ফলে পার্টির চেয়ারম্যান ক্ষমতা বলে মনোনয়ন দিয়েছেন। তাদের বিশ্বাস নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের রায় বিবেচনায় নিয়েই লাঙ্গল প্রতীক বরাদ্দ দেবেন। অপরদিকে, জি এম কাদেরের অনুসারীরা বলছেন, প্রার্থী ঠিক করবে জাপার মনোনয়ন বোর্ড। মনোনয়ন দেবেন চেয়ারম্যান। এর বাইরে কে কী করছে সেগুলো ‘আউট অব সিলেবাস’। সবমিলিয়ে ঢাকা-১৭ আসনে পাল্টাপাল্টি  মনোনয়ন নিয়ে দিনশেষে লাঙ্গল প্রতীক কে পাচ্ছেন তা দেখার অপেক্ষায় সবাই। 

উল্লেখ্য, আগামী ১৭ জুলাই এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

সর্বশেষ খবর